

ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ২ উইকেট নিয়ে পর্তুগালের প্রয়াত ফুটবলার দিয়োগো জোটাকে সম্মান জানান ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। তাঁর কথায়, জীবনের কোনও ভরসা নেই। কুলদীপ যাদবের সাথে আলোচনা করে এই উদ্যোগ নেন তিনি।
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩.৩ ওভার বল করে ৮৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ম্যাচে তিনিই শেষ উইকেটটি নেন। উইকেট নেওয়ার পর এক হাত দিয়ে দুই এবং অন্য হাত দিয়ে শূন্যের ইঙ্গিত করেন। অর্থাৎ ‘২০’, যেটি দিয়োগো জোটার জার্সির নম্বর।
বিসিসিআই একটি শর্ট ভিডিও শেয়ার করেছে, যেখানে সিরাজ দিয়োগো জোটা এবং তাঁকে সম্মান জানানোর পদ্ধতি নিয়ে কিছু বলছেন। ভিডিওতে সিরাজ জানান, “শেষ ম্যাচে আমি জানতে পারি দিয়োগো জোটার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আমি পর্তুগালের ফ্যান কারণ সি আর সেভেন ওই দলের হয়েই খেলেন। আমার খুব কষ্ট হয়েছিল। তাঁর উদ্দেশ্যে শেষ ম্যাচেই সম্মান জানাতে চেয়েছিলাম কিন্তু হয়নি”।
তিনি আরও বলেন, “জীবন খুবই অনিশ্চিত। আমরা কাদের জন্য লড়ছি, কাদের জন্য এইসব করছি। কাল কী হবে জানি না। জীবনের কোনও ভরসা নেই। আমি রীতিমতো অবাক হয়ে যাই মৃত্যুর খবর শুনে। আর এই ম্যাচে উইকেট পেয়েছি। তাই দিয়োগো জোটার জার্সি নম্বর ২০-কে সম্মান জানিয়েছি। কুলদীপের সাথে আলোচনা করেছিলাম দিয়োগো জোটাকে সম্মান জানানো নিয়ে”।
প্রসঙ্গত, সম্প্রতি উত্তর-পশ্চিম স্পেনের জামোরাতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান দিয়োগো জোটা (২৮) এবং তাঁর ভাই আন্দ্রে সিলভা (২৫)। তাঁরা একটি ল্যাম্বোরগিনিতে ছিলেন। ওভারটেক করার সময় টায়ার ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। গাড়িটি দূরে ছিটকে গিয়ে আগুন ধরে যায়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন