Mohammed Siraj: 'জীবনের কোনও ভরসা নেই' - লর্ডস টেস্টে ২ উইকেট দিয়োগো জোটাকে উৎসর্গ সিরাজের

People's Reporter: তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩.৩ ওভার বল করে ৮৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ।
দিয়োগো জোটাকে সম্মান সিরাজের
দিয়োগো জোটাকে সম্মান সিরাজেরছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ২ উইকেট নিয়ে পর্তুগালের প্রয়াত ফুটবলার দিয়োগো জোটাকে সম্মান জানান ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। তাঁর কথায়, জীবনের কোনও ভরসা নেই। কুলদীপ যাদবের সাথে আলোচনা করে এই উদ্যোগ নেন তিনি।

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩.৩ ওভার বল করে ৮৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ম্যাচে তিনিই শেষ উইকেটটি নেন। উইকেট নেওয়ার পর এক হাত দিয়ে দুই এবং অন্য হাত দিয়ে শূন্যের ইঙ্গিত করেন। অর্থাৎ ‘২০’, যেটি দিয়োগো জোটার জার্সির নম্বর।

বিসিসিআই একটি শর্ট ভিডিও শেয়ার করেছে, যেখানে সিরাজ দিয়োগো জোটা এবং তাঁকে সম্মান জানানোর পদ্ধতি নিয়ে কিছু বলছেন। ভিডিওতে সিরাজ জানান, “শেষ ম্যাচে আমি জানতে পারি দিয়োগো জোটার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আমি পর্তুগালের ফ্যান কারণ সি আর সেভেন ওই দলের হয়েই খেলেন। আমার খুব কষ্ট হয়েছিল। তাঁর উদ্দেশ্যে শেষ ম্যাচেই সম্মান জানাতে চেয়েছিলাম কিন্তু হয়নি”।

তিনি আরও বলেন, “জীবন খুবই অনিশ্চিত। আমরা কাদের জন্য লড়ছি, কাদের জন্য এইসব করছি। কাল কী হবে জানি না। জীবনের কোনও ভরসা নেই। আমি রীতিমতো অবাক হয়ে যাই মৃত্যুর খবর শুনে। আর এই ম্যাচে উইকেট পেয়েছি। তাই দিয়োগো জোটার জার্সি নম্বর ২০-কে সম্মান জানিয়েছি। কুলদীপের সাথে আলোচনা করেছিলাম দিয়োগো জোটাকে সম্মান জানানো নিয়ে”।   

প্রসঙ্গত, সম্প্রতি উত্তর-পশ্চিম স্পেনের জামোরাতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান দিয়োগো জোটা (২৮) এবং তাঁর ভাই আন্দ্রে সিলভা (২৫)। তাঁরা একটি ল্যাম্বোরগিনিতে ছিলেন। ওভারটেক করার সময় টায়ার ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। গাড়িটি দূরে ছিটকে গিয়ে আগুন ধরে যায়।

দিয়োগো জোটাকে সম্মান সিরাজের
ISL: আইএসএল নিয়ে ধোঁয়াশা! ক্লাবগুলিকে দেওয়া FSDL-র চিঠির পাল্টা বিবৃতিতে কী জানালো ফেডারেশন?
দিয়োগো জোটাকে সম্মান সিরাজের
Wimbledon 2025: ইগা সোয়াটেক বনাম আমান্ডা আনিসিমোভা! নতুন উইম্বলডন চ্যাম্পিয়ন পেতে চলেছে টেনিস বিশ্ব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in