ISL: আইএসএল নিয়ে ধোঁয়াশা! ক্লাবগুলিকে দেওয়া FSDL-র চিঠির পাল্টা বিবৃতিতে কী জানালো ফেডারেশন?

People's Reporter: গতকালই এফএসডিএল জানায়, চুক্তি পুনর্নবীকরণ নিয়ে ফেডারেশনের পক্ষ থেকে বিশেষ কিছু জানানো হয়নি। এই অবস্থায় ২০২৫-২৬ মরসুম চালিয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই।
আইএসএল কাপ
আইএসএল কাপছবি - আইএসএল-র ফেসবুক পেজ
Published on

এফএসডিএল-র সাথে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (MRA) নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। পাশাপাশি ফেডারেশন জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের নির্দেশের কারণেই তারা কোনও চুক্তিতে সই করতে পারছে না। ফলে ২০২৫-২৬ মরসুমে আইএসএল আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

দীর্ঘ সময় ধরেই আইএসএল নিয়ে এফএসডিএল এবং ফেডারেশনের মধ্যে দ্বন্দ্ব চলছে। শুক্রবার অর্থাৎ গতকালই এফএসডিএল আইএসএল ক্লাবগুলির উদ্দেশ্যে এক বিবৃতিতে জানায়, ফেডারেশনের সাথে তাদের এমআরএ চলতি বছরের ৮ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তি পুনর্নবীকরণ নিয়ে ফেডারেশনের পক্ষ থেকে বিশেষ কিছু জানানো হয়নি। এই অবস্থায় ২০২৫-২৬ মরসুম চালিয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। ফলে যতদিন না চুক্তি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে ততদিন আইএসএল স্থগিত রাখা হবে।

এফএসডিএল-র বিবৃতির পর শনিবার পাল্টা বিবৃতি জারি করেছে ফেডারেশন। এআইএফএফ জানায়, "মাস্টার রাইটস চুক্তি অনুসারে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যথাসময়ে ২১ নভেম্বর, ২০২৪ তারিখে FSDL-এর সাথে সম্ভাব্য পুনর্নবীকরণের শর্তাবলী নিয়ে আলোচনার অনুরোধ করার প্রক্রিয়া শুরু করে। এরপর, AIFF এবং FSDL-এর সিনিয়র প্রতিনিধিরা ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে নয়াদিল্লিতে এবং পরবর্তীতে ৫ মার্চ, ২০২৫ তারিখে মুম্বাইতে মাস্টার রাইটস চুক্তির সম্ভাব্য পুনর্নবীকরণের শর্তাবলী নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেন"।

ফেডারেশন আরও জানায়, "এই আলোচনার পর, ৫ মার্চ, ২০২৫ তারিখে FSDL কর্তৃক একটি প্রস্তাব জমা দেওয়া হয়, যার জবাবে AIFF ২১ এপ্রিল একটি পাল্টা প্রস্তাবের মাধ্যমে সাড়া দেয়। তবে ২৬ এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানিতে বলা হয় ফেডারেশনের বর্তমান কমিটি এফএসডিএল-র সাথে কোনও চুক্তি করতে পারবে না। আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে আমরা চুক্তি নিয়ে বেশি এগোতে পারিনি"।

আইএসএল যাতে যথা সময়ে শুরু হয় তার জন্যও পদক্ষেপের আশ্বাস দিয়েছে ফেডারেশন। তাদের বিবৃতিতে বলা হয়, "ভারতীয় ফুটবলের সর্বোত্তম স্বার্থে আইএসএলের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য এআইএফএফ এবং এর অংশীদাররা সম্ভাব্য সকল পদক্ষেপ নেবে এবং তাদের ক্ষমতার মধ্যে যা কিছু আছে তা করবে"।

বিশ্লেষকদের মতে, আইএসএল শুধু ভারতীয় ফুটবলের শীর্ষ লিগই নয়, এটি খেলোয়াড়, কোচ, ক্লাব এবং স্পনসরদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম। ফলে এর ভবিষ্যৎ ঘিরে এই অনিশ্চয়তা গোটা ভারতীয় ফুটবল ইকোসিস্টেমকেই প্রভাবিত করছে।

আইএসএল কাপ
ক্রিকেট ইতিহাসে নজির, এই প্রথম টি-২০ বিশ্বকাপে দেখা যাবে ইতালিকে! যোগ্যতা অর্জন নেদারল্যান্ডসেরও
আইএসএল কাপ
ENG vs IND Test: লর্ডসের মাটিতে ইতিহাস, কপিল দেবের রেকর্ড ভেঙে নজির বুমরাহ-র! এড়ালেন বল বিতর্ক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in