ক্রিকেট ইতিহাসে নজির, এই প্রথম টি-২০ বিশ্বকাপে দেখা যাবে ইতালিকে! যোগ্যতা অর্জন নেদারল্যান্ডসেরও

People's Reporter: বাছাইপর্বের শেষ দিনে চারটি দলই টিকিট পাওয়ার দৌঁড়ে ছিল। তবে শেষ পর্যন্ত নেদারল্যান্ডস এবং ইতালি মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে।
নেদারল্যান্ডস এবং ইতালি
নেদারল্যান্ডস এবং ইতালিছবি - সংগৃহীত
Published on

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ইউরোপ বাছাইপর্বের শেষ দিনে বাজিমাত করল ইতালি (Italy) এবং নেদারল্যান্ডস (Netherlands)। বাছাইপর্বের শেষ দিনে চারটি দলই টিকিট পাওয়ার দৌঁড়ে ছিল। তবে শেষ পর্যন্ত নেদারল্যান্ডস এবং ইতালি মূলপর্বে জায়গা নিশ্চিত করে নিয়েছে। এই প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইতালি। যা দেশের ক্রিকেট ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক।

নেদারল্যান্ডসের ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানে শেষ হয় ইতালির ইনিংস। নেদারল্যান্ডসের অভিজ্ঞ স্পিনার রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট।

প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে নেদারল্যান্ডস যদিও সহজেই লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে। ১৬.২ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে ডাচরা। অধিনায়ক স্কট এডওয়ার্ড এবং ম্যাক্সের ব্যাটিং-এ ভর করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল নেদারল্যান্ডস।

অন্যদিকে, জার্সি স্কটল্যান্ডকে হারিয়ে বড় চমক দিলেও রানরেটে পিছিয়ে থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। আর ইতালি এই প্রথম টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল।

এই ফলাফলের মাধ্যমে এখনও পর্যন্ত ১৫টি দেশ ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাকি পাঁচটি দল বাছাইপর্বের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে যোগ দেবে।

ইতালি এবং নেদারল্যান্ডসকে শুভেচ্ছা জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “নেদারল্যান্ডস ক্রিকেট এবং ইতালি ক্রিকেটের অসাধারণ সাফল্য। দুই দেশই ইউরোপ কোয়ালিফায়ার থেকে টি-২০ বিশ্বকাপ ২০২৬-র জন্য যোগ্যতা অর্জন করেছে। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা টুর্নামেন্টে এই প্রথম অংশ নেবে ইতালি। দুই দলকেই শুভেচ্ছা”।

নেদারল্যান্ডস এবং ইতালি
মাসে আয় ১৭ লক্ষ টাকা, রয়েছে ফার্মহাউস! প্রকাশ্যে নিহত টেনিস প্লেয়ার রাধিকার বাবার অগাধ সম্পত্তি
নেদারল্যান্ডস এবং ইতালি
Luka Modric: রিয়াল মাদ্রিদে শেষ মড্রিচ যুগ, নতুন গন্তব্যস্থল কোথায় জানেন?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in