
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে বল নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝেও রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পাশাপাশি এই বিতর্ক থেকেও নিজেকে দূরে রাখলেন তারকা পেসার। বিদেশের মাটিতে কপিল দেবের ৫ উইকেটের রেকর্ড ভেঙেও শান্তই দেখালো বুমরাহকে। তবে আম্পায়ারের সাথে বিতর্কে জড়ানোয় ম্যাচ ফি কাটা যেতে পারে অধিনায়ক শুবমন গিলের।
দ্বিতীয় দিনের খেলা চলাকালীন মাত্র ১০ ওভারের পুরনো একটি বল নিয়ে ভারতীয় দলের অভিযোগের পর তা পরিবর্তন করতে বাধ্য হন আম্পায়াররা। ৪৮ বল পরেই বলের আকৃতি আবার বদলে গেলে দ্বিতীয়বার পরিবর্তন করতে হয়। শেষ সেশনে ইংল্যান্ডও বল বদলের আবেদন জানালে তাদের বল hoop টেস্টে পাশ করে যায়।
এই ঘন ঘন বল পরিবর্তনের ঘটনায় প্রাক্তন ক্রিকেটার এবং ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে বুমরাহ নিজে বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। দিনের শেষে সাংবাদিকদের তিনি বলেন, "বল বদল আমার হাতে নেই। আমি খুব কঠোর পরিশ্রম করি এবং অনেক ওভার খেলি। তাই বিতর্কিত মন্তব্য করে নিজের ম্যাচ ফি কেটে যাক সেটা চাই না"।
বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত বুমরাহ ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান। ৭৪ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। হ্যারি ব্রুক, জো রুট এবং বেন স্টোকসের মতো বড় উইকেট নিয়ে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন বুমরাহ।
এই নিয়ে বিদেশের মাটিয়ে মোট ১৩ বার ৫ উইকেট সংগ্রহ করলেন বুমরাহ। এর আগে এই রেকর্ড ছিল কপিল দেবের। কপিল দেব ১২ বার ৫ উইকেট নিয়েছিলেন। অনিল কুম্বলে নিয়েছিলেন ১০ বার এবং ইশান্ত শর্মা নিয়েছিলেন ৯ বার।
ভারতের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকা বুমরাহর এই সংযম এবং অভিজ্ঞতা ভারতের বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করে তুলেছে। তৃতীয় দিনের খেলায় ভারত কীভাবে চাপ ধরে রাখতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন