
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ক্যারিবিয়ন তারকা আন্দ্রে রাসেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের জার্সি তুলে রাখবেন তিনি।
রাসেলের অবসরের খবর নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সমাজমাধ্যমে তারা জানায়, এই বিদায় শুধু ক্যারিবীয় ক্রিকেট নয়, গোটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি জগতের জন্যই এক যুগের অবসান।
এক বিবৃতিতে রাসেল বলেন, “ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। ছোটবেলায় কখনও ভাবিনি যে এতদূর পৌঁছব, কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসাই আমাকে এখানে এনেছে। মেরুন জার্সি পরে খেলাটা আমার কাছে সম্মানের।”
তিনি আরও জানান, “আমি আন্তর্জাতিক কেরিয়ার শেষ করতে চাই ঘরের মাঠে, নিজের দর্শক ও পরিবারের সামনে। আমি চাই আগামী প্রজন্মের খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণা হতে।”
২০১১ সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয় রাসেলের। ২০১৯ সাল থেকে রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলছিলেন। তিনি ৮৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ২২.০০ গড়ে ১৪৬৫ রান করেন। স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত ১৬৩.০৮। বল হাতে তিনি নেন ৬১টি উইকেট। তাঁর সেরা বোলিং ফিগার ছিল ৩/১৯।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ও টেস্টেও তিনি খেলেছেন। ৫৬টি ওয়ানডে ম্যাচে তাঁর সংগ্রহ ১,০৩৪ রান ও ৭০ উইকেট। টেস্টে যদিও সুযোগ পান মাত্র একবার, ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।
রাসেল ছিলেন সেই ঐতিহাসিক ২০১২ এবং ২০১৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। যেখানে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স দলকে সাফল্য এনে দেয়। মাঠে তাঁর আগ্রাসী ব্যাটিং ও কার্যকরী বোলিং ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য বড় সম্পদ ছিল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন রাসেল। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিপুল জনপ্রিয় তিনি। তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে মোট ৫৬১টি ম্যাচ খেলেছেন। করেছেন ৯,৩১৬ রান, স্ট্রাইক রেট ১৬৮.৫৫। বল হাতে নিয়েছেন ৪৮৫ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজ কোচ তথা রাসেলের প্রাক্তন সতীর্থ ড্যারেন সামি বলেন, "আন্দ্রে সবসময়ই নিখুঁত পেশাদার এবং একজন তীব্র প্রতিযোগী। আমি অধিনায়ক হিসেবেও দেখেছি আবার কোচ হিসেবেও দেখছি তাঁকে। ওয়েস্ট ইন্ডিজের জন্য পারফর্ম করার এবং জয়লাভের ক্ষুধা কখনোই কমেনি। তাঁর পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানাই এবং আমি আশা করি তিনি ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রাণিত করবেন।"
উল্লেখ্য, ভারতীয় সময় আগামী ২১ জুলাই থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ। ২৩ জুলাই হবে দ্বিতীয় টি-২০ ম্যাচ। সেটি রাসেলের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন