ENG vs IND Test: লর্ডস টেস্ট জিতেও WTC টেবিল থেকে ২ পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের! কেন?

People's Reporter: আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
ইংল্যান্ড দল
ইংল্যান্ড দলছবি - আইসিসির ফেসবুক পেজ
Published on

ভারতের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে স্লো ওভার-রেটের কারণে ইংল্যান্ড ক্রিকেট দলকে (England Cricket Team) শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ওভার-রেট লক্ষ্যমাত্রা থেকে দুই ওভার পিছিয়ে থাকায় ইংল্যান্ডের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) র‍্যাঙ্কিং থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ওভার-রেট সংক্রান্ত আইসিসির ধারা ২.২২ অনুসারে, নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ৫ শতাংশ করে ম্যাচ ফি-র জরিমানা করা হয়। পাশাপাশি, ডব্লিউটিসির নিয়ম ১৬.১১.২ অনুসারে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট কাটা হয়।

এই শাস্তির ফলে ইংল্যান্ডের পয়েন্ট ২৪ থেকে কমে ২২-এ নেমে এসেছে এবং তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭ থেকে ৬১.১১ শতাংশে হ্রাস পেয়েছে। এর ফলে WTC র‍্যাঙ্কিং-এ ইংল্যান্ড দ্বিতীয় স্থান থেকে নেমে এসে এখন তৃতীয় স্থানে রয়েছে।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এই অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। অন-ফিল্ড আম্পায়ার পল রেইফেল ও শরফুদ্দৌলা ইবনে শাহিদ, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড এই অভিযোগ নিশ্চিত করেছেন।

বর্তমানে অস্ট্রেলিয়া (১০০) তিন ম্যাচে তিন জয় নিয়ে শীর্ষে রয়েছে, শ্রীলঙ্কা (৬৬.৬৭) দ্বিতীয় এবং ইংল্যান্ড (৬১.১১) তৃতীয় অবস্থানে আছে। ভারত (৩৩.৩৩) রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে বাংলাদেশ (১৬.৬৭)। 

বিশেষজ্ঞরা বলছেন, ওভার-রেটের মতো ছোটো ছোটো বিষয়গুলিই শেষপর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে বড় পার্থক্য গড়ে দিতে পারে।

ইংল্যান্ড দল
Yamal: বামন আকৃতির ব্যক্তিদের বিনোদনের জন্য ব্যবহার! জন্মদিনের অনুষ্ঠান ঘিরে তদন্তের মুখে ইয়ামাল
ইংল্যান্ড দল
ENG vs IND Test: লর্ডসে জাদেজার 'রক্ষণাত্মক' ব্যাটিং নিয়ে সমালোচনা! প্রাক্তনীদের যোগ্য জবাব পূজারার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in