লামিনে ইয়ামাল
লামিনে ইয়ামালছবি - X

Yamal: বামন আকৃতির ব্যক্তিদের বিনোদনের জন্য ব্যবহার! জন্মদিনের অনুষ্ঠান ঘিরে তদন্তের মুখে ইয়ামাল

People's Reporter: স্পেনের অলিভেলায় ১৮তম জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করেন লামিনে ইয়ামাল। অভিযোগ ওঠে একদল বামন আকৃতির ব্যক্তিদের বিনোদনের জন্য ব্যবহার করেছেন ইয়ামাল।
Published on

বার্সেলোনার তরুণ তারকা ফুটবলার লামিনে ইয়ামালের ১৮তম জন্মদিন উদযাপন নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

স্পেনের অলিভেলায় ১৮তম জন্মদিন উদযাপন করেন লামিনে ইয়ামাল। সূত্রের খবর, অনুষ্ঠানে ফোন নিয়ে প্রবেশ নিষেধ ছিল। তারপরেও কিছু ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে একদল বামন আকৃতির ব্যক্তিদের পার্টিতে প্রবেশ করতে দেখা যায়। তারপরই বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে ওই বামন আকৃতির ব্যক্তিদের বিনোদনের জন্য ব্যবহার করেছেন ইয়ামাল।

স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয় জানিয়েছে, অলিভেলায় অনুষ্ঠিত এই জন্মদিনের পার্টিকে ঘিরে অ্যাসোসিয়েশন ফর পিপল উইথ অ্যাকন্ড্রোপ্লাসিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লাসিয়াস উইথ ডোয়ার্ফিজম (ADEE) একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, এই ধরণের কাজ ব্যক্তি সম্মান ও প্রতিবন্ধীদের অধিকারের পরিপন্থী হতে পারে। মন্ত্রণালয়ের পরিচালক জেসুস মার্টিন ব্লাঙ্কো ইউরোপা প্রেসকে বলেছেন যে, এই ধরনের নিয়োগ "আমাদের মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যায়।"

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “ADEE একটি অভিযোগ দায়ের করেছে, তাই প্রসিকিউটরের অফিসকে অনুরোধ করা হয়েছে বিষয়টি তদন্ত করতে এবং দেখতে আইন লঙ্ঘিত হয়েছে কি না।”

অন্যদিকে, পার্টিতে অংশ নেওয়া এক বিনোদনশিল্পী কাতালান রেডিও RAC1-কে বলেন, “কেউ আমাদের অসম্মান করেনি, আমরা শান্তিতে কাজ করেছি। আমাদের নিজেদের পছন্দের কাজে কোনও আইনি বাধা নেই। ADEE আমাদের কষ্ট দিতে চায় না, অথচ তারা কোনও কাজ বা প্রশিক্ষণের ব্যবস্থা করে না। এই বিতর্ক তৈরি হয়েছে কারণ এটি ছিল লামিন ইয়ামালের পার্টি।”

যদিও ইয়ামাল বা তাঁর প্রতিনিধিরা এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০২৪-২৫ মরসুমে লা লিগা, কোপা দেল রে এবং সুপার কাপ জয় করে দুর্দান্ত ফর্মে ছিলেন ইয়ামাল। তাঁকে এবারের ব্যালন ডি'অর পুরস্কারের অন্যতম ফেভারিট হিসেবেও ধরা হচ্ছে। তার মধ্যে জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন অভিযোগ কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে তরুণ তারকার।

লামিনে ইয়ামাল
Fauja Singh: ১১৪ বছর বয়সে থামলো জীবনের দৌড়! দুর্ঘটনায় প্রয়াত প্রবীণতম ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং
লামিনে ইয়ামাল
ENG vs IND Test: ভেঙেছে আঙুল, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্টোকসের 'বীর যোদ্ধা' বশির! পরিবর্তে কে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in