
জাপান ওপেনে (Japan Open 2025) ভারতীয় শাটলারদের লাগাতার ব্যর্থতা। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে হেরে ছিটকে গেলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। পাশাপাশি পুরুষদের ডবলসে হতাশ করলেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটিও।
পুরুষদের সিঙ্গেলসে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে থাকা লক্ষ্য সেন মাত্র এক ঘণ্টায় ১৯-২১, ১১-২১ ব্যবধানে পরাজিত হন জাপানের কোডাই নারাওকার বিরুদ্ধে। প্রথম রাউন্ডে চীনের ওয়াং ঝেং জিংকে ২১-১১, ২১-১৮ ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছিলেন ২৩ বছর বয়সী এই ভারতীয় খেলোয়াড়। তবে দ্বিতীয় রাউন্ডে সেই ফর্ম ধরে রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন তিনি।
ডবলস বিভাগেও একই ছবি ধরা পড়লো। সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি জুটি ২২-২৪, ১৪-২১ ব্যবধানে পরাজিত হন পঞ্চম বাছাই চীনা জুটি লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চ্যাংয়ের কাছে। হাড্ডাহাড্ডি লড়াই করেও হারতে হয়েছে ভারতের তারকা জুটিকে।
প্রথম গেমে ধীরগতির শুরুর পর ভারতীয় জুটি ১৮-১৪ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে চীনা প্রতিপক্ষের দুর্দান্ত র্যালি ও আক্রমণের সামনে পড়ে প্রথম গেম হাতছাড়া হয়। দ্বিতীয় গেমে চীনারা পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর ম্যাচে ফিরতে পারেননি চিরাগরা।
এই নিয়ে টানা চারবার প্যারিস অলিম্পিকের রুপোজয়ী ওয়েই কেং এবং ওয়াং চ্যাং-র কাছে হারতে হল ভারতীয় জুটিকে। আর হেড-টু-হেড রেকর্ডে ৭-২ ব্যবধানে এগিয়ে গেল চীনা প্রতিপক্ষ।
ভারতীয় শাটলারদের এই ব্যর্থতা অলিম্পিকের আগে প্রস্তুতির ক্ষেত্রে উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতির উন্নতি না হলে আগামীদিনে পদক জয় কঠিন হয়ে যাবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন