IPL 2024: প্লে অফের আগে চাপ বাড়লো নাইটদের! দল ছাড়ছেন সল্ট

People's Reporter: এবারে আইপিএলে কেকেআরকে অর্ধেকের থেকে বেশি ম্যাচে জিতিয়েছেন ফিল সল্ট আর সুনীল নারিনের ওপেনিং জুটি। আইপিএলে ১২ ম্যাচে ৪৩৫ রান করেছেন সল্ট।
ফিল সল্ট
ফিল সল্টছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

প্লে অফের আগে খারাপ খবর কলকাতা নাইট রাইডার্স দলের জন্য। দলের ইংল্যান্ড উইকেটকিপার ওপেনার ফিল সল্টকে ডেকে পাঠালো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

এবারে আইপিএলে কেকেআরকে অর্ধেকের থেকে বেশি ম্যাচে জিতিয়েছেন ফিল সল্ট আর সুনীল নারিনের ওপেনিং জুটি। আইপিএলে ১২ ম্যাচে ৪৩৫ রান করেছেন সল্ট। চারটি অর্ধশতরান আছে তাঁর। ফলে তাঁর খেলতে না পারা বড় ধাক্কা নাইটদের জন্য।

সল্টের জায়গায় আফগানিস্তানের উইকেটকিপার ওপেনার রাহামানাল্লুহ গুরবাজ ওপেনিং করবেন বলে খবর নাইট ম্যানেজমেন্ট সূত্রে। নাইট স্পিনার বরুণ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমরা তোমাকে মিস করব চ্যাম্প। আগামী খেলাগুলির জন্য তোমাকে অনেক শুভেচ্ছা'।

কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারও সল্টকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জুন মাসে টি-২০ বিশ্বকাপ শুরু। তার আগে ইংল্যান্ড বোর্ড তাঁদের ক্রিকেটারদের ক্যাম্পে যোগ দিতে বলেছে। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজ হিসেবে এই সিরিজ দেখছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সল্ট ছাড়াও রাজস্থান রয়্যালস দলের জস বাটলার, আরসিবির উইল জ্যাকস ও রিসি টপলিও চলে যাবেন ইংল্যান্ড শিবিরে।

ফিল সল্ট
IPL 2024: প্লে অফের আশা বাঁচিয়ে রাখার লড়াই, লখনউয়ের বিরুদ্ধে জিততেই হবে দিল্লিকে
ফিল সল্ট
BCCI: ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান? থাকতে হবে এই সমস্ত যোগ্যতা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in