IPL 2024: প্লে অফের আশা বাঁচিয়ে রাখার লড়াই, লখনউয়ের বিরুদ্ধে জিততেই হবে দিল্লিকে

People's Reporter: ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি। আর ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লখনউ।
IPL 2024: প্লে অফের আশা বাঁচিয়ে রাখার লড়াই, লখনউয়ের বিরুদ্ধে জিততেই হবে দিল্লিকে
ছবি - দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজ

চলতি আইপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। বিপক্ষে লখনউ সুপার জায়ান্ট। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে মঙ্গলবারের ম্যাচ জিততেই হবে দিল্লিকে। তবে তাতেও যে প্লেঅফ নিশ্চিত তা কিন্তু নয়।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি। আর ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লখনউ। আজকের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। দিল্লি হারলে প্লে অফের আশা শেষ তাদের। অন্যদিকে ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে চাইছে লখনউও।

সর্ব প্রথম দল হিসেবে প্লে-অফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেন্নাই এবং ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আরসিবি। ফলে প্লে অফের দৌড়ে যেতে হলে জটিল সমীকরণ সমাধান করতে হবে টিমগুলিকে।

আজ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি হবে লখনউ। শেষ ৫টি ম্যাচের মধ্যে তিনটি জয় ও দু'টিতে হেরেছে দিল্লি। অন্যদিকে শেষ ৫ ম্যাচের হিসেবে ৩টি হার ও দু'টি জয় পেয়েছে লখনউ। ফলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হতে চলেছে।

IPL 2024: প্লে অফের আশা বাঁচিয়ে রাখার লড়াই, লখনউয়ের বিরুদ্ধে জিততেই হবে দিল্লিকে
BCCI: ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান? থাকতে হবে এই সমস্ত যোগ্যতা
IPL 2024: প্লে অফের আশা বাঁচিয়ে রাখার লড়াই, লখনউয়ের বিরুদ্ধে জিততেই হবে দিল্লিকে
Bayer Leverkusen: অপরাজিত ৫০! আলোনসোর হাত ধরে স্বপ্নের উড়ান লেভারকুসেনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in