IPL 2025: পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ! মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ারকে আইনি নোটিশ পাক বোর্ডের

People's Reporter: চলতি বছর জানুয়ারিতে পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড বিভাগে পেশোয়ার জালমি বশকে দলে নিয়েছিল।
করবিন বশ
করবিন বশছবি - সংগৃহীত
Published on

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএল-এ যোগ দেওয়ায় বিতর্কে জড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ। প্রথমে পাকিস্তানের লিগে খেলার কথা থাকলেও পরে তিনি আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পাক বোর্ড। ওই পেশারকে আইনি নোটিশও পাঠানো হয়েছে বলে খবর।

চলতি বছর জানুয়ারিতে পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড বিভাগে পেশোয়ার জালমি বশকে দলে নিয়েছিল। কিন্তু, সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের আহত বোলার লিজাদ উইলিয়ামসের পরিবর্তে বশকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা করে। এই সিদ্ধান্তই পিসিবির অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত ৮ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স জানায়, 'দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ লিজাদ উইলিয়ামসের বদলি হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। লিজাদ ইনজুরির কারণে টাটা আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেছেন'।

বশের এই সিদ্ধান্তকে "চুক্তি লঙ্ঘন" বলে উল্লেখ করে পিসিবি আইনি নোটিশ পাঠিয়েছে এবং তাঁর এই সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছে। বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে বশ কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা না দিলে ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আইপিএল এবং পিএসএলের সময়সূচীর সংঘাত নতুন নয়। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফি ও অন্যান্য আন্তর্জাতিক খেলার কারণে এবার পিএসএলের সময়সূচী ফেব্রুয়ারি-মার্চ-র পরিবর্তে এপ্রিল-মে মাসে স্থানান্তরিত হয়েছে। এই কারণেই আইপিএল ও পিএসএলের বেশ কয়েকটি ম্যাচ এবার একই সময়ে অনুষ্ঠিত হবে। যার কারণেই সমস্যা দেখা দিয়েছে।

বশ ছাড়াও আরও বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়, যাঁরা আইপিএল নিলামে অবিক্রীত ছিলেন তাঁরা পিএসএলে খেলার সুযোগ পেয়েছেন। তবে আইপিএলের উচ্চ পারিশ্রমিক এবং আন্তর্জাতিক মঞ্চে অধিক জনপ্রিয়তার কারণে পিএসএল ছেড়ে ভারতে লিগ খেলার আগ্রহ বেশি ক্রিকেটারদের মধ্যে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

করবিন বশ
IPL 2025: আইপিএল-র আগেই খুশির খবর হায়দরাবাদ শিবিরে! চোট সারিয়ে দলে যোগ দিচ্ছেন এই অলরাউন্ডার
করবিন বশ
La Liga: ২০ মিনিটের বার্সা ঝড়ে ছারখার অ্যাটলেটিকো মাদ্রিদ! ৪-২ গোলে জয় ইয়ামালদের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in