
২০ মিনিটের বার্সা ঝড়ে ছাড়খাড় অ্যাটলেটিকো মাদ্রিদ। ফের একবার ইয়ামালরা প্রমাণ করলেন কেন তারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব। ৭২ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর সেই ম্যাচ ৪-২ ব্যবধানে জিতে নেয় বার্সেলোনা।
রবিবার মধ্যরাতে লা লিগার ম্যাচে অ্যাটলেটিকোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধের একদম শেষে ৪৫ মিনিটে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন আলভারেজ। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে আলেকজান্ডারের গোলে ২-০ ব্যবধানে লিড নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। তারপরই শুরু হয় বার্সা ঝড়। ৭২ মিনিটে ব্যবধান কমান রবার্ট লেভনডস্কি। ৭৮ মিনিটে অসাধারণ হেডে ম্যাচে সমতা ফেরান তোরেস। ইনজুরি টাইমের ৯০+২ মিনিটে গোল করে বার্সার হয়ে লিড এনে দেন ইয়ামাল। ৯০+৮ মিনিটে দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল করেন ফেরান তোরেস।
এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষ স্থানই ধরে রাখলো বার্সেলোনা। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। ১ ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৬০। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৮ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে অ্যাথলেটিক ক্লাব এবং ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ভিয়ারিয়াল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন