WPL 2025: ফাইনালে হারের হ্যাটট্রিক দিল্লির! দ্বিতীয়বার উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মুম্বই

People's Reporter: লাগাতার ৩ মরসুমে ফাইনালে উঠে ফের ব্যর্থ হল দিল্লি ক্যাপিটালস। মুম্ব‌ইয়ের করা ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় মেগ ল্যানিংয়ের দল।
দ্বিতীয়বার উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মুম্বই
দ্বিতীয়বার উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মুম্বইছবি সংগৃহীত
Published on

উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)-এর ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে মুম্বাই ইন্ডিয়ান্সকে দ্বিতীয়বার শিরোপা এনে দিলেন হরমনপ্রীত কৌর। ১৫ মার্চ, শনিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৮ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

লাগাতার ৩ মরসুমে ফাইনালে উঠে ফের ব্যর্থ হল দিল্লি ক্যাপিটালস। মুম্ব‌ইয়ের করা ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় মেগ ল্যানিংয়ের দল।

প্রথম ইনিংসে মুম্বাই ১৪৯ রানে তোলে। যস্তিকা ভাটিয়া এবং হেইলি ম্যাথিউস ব্যর্থ হওয়ার পর হরমনপ্রীত কৌর দলের হাল ধরেন। তিনি ৪৪ বলে ৬৬ রানের অসাধারণ ইনিংস খেলেন।

মুম্ব‌ইয়ের বোলাররা দুরন্ত বোলিং করেন। ন্যাট সাইভার-ব্রান্টের (৩ উইকেট) দুর্দান্ত বোলিং এবং অ্যামেলিয়া কের (২ উইকেট)-এর কার্যকর পারফরম্যান্সে দিল্লির ইনিংস ১৪১ রানেই গুটিয়ে যায়।

শেষ ওভারে দিল্লির ১২ রান দরকার ছিল। তবে শাবনিম ইসমাইলের (৪-০-১৫-১) নিয়ন্ত্রিত বোলিংয়ে দিল্লি সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়।

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন মুম্বইয়ের ন্যাট সাইভার ব্রান্ট। ম্যাচের সেরা হয়েছেন হরমনপ্রীত কৌর।

এই নিয়ে মোট দুবার উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল মুম্বই। ২০২৩ এবং ২০২৫ সাল। ২০২৪ সালে শিরোপা জিতেছিল বেঙ্গালুরু।

দ্বিতীয়বার উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মুম্বই
IPL 2025: আইপিএল-র আগেই খুশির খবর হায়দরাবাদ শিবিরে! চোট সারিয়ে দলে যোগ দিচ্ছেন এই অলরাউন্ডার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in