IPL 2025: আইপিএল-র আগেই খুশির খবর হায়দরাবাদ শিবিরে! চোট সারিয়ে দলে যোগ দিচ্ছেন এই অলরাউন্ডার

People's Reporter: শনিবার সকালে ইয়ো-ইয়ো টেস্টে তিনি সফলভাবে উত্তীর্ণ হন। উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন ১৬.৫ পয়েন্ট। সেখানে নীতিশ পয়েন্ট পেয়েছেন ১৮।
নীতিশ কুমার রেড্ডি
নীতিশ কুমার রেড্ডিছবি - সংগৃহীত
Published on

আইপিএল শুরুর আগে স্বস্তিতে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি আসন্ন আইপিএল খেলার জন্য বিসিসিআইয়ের মেডিকেল প্যানেল থেকে চূড়ান্ত ছাড়পত্র পেয়েছেন। ফলে ২৩ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত তিনি।

রবিবার অর্থাৎ আগামীকাল থেকেই হয়তো হায়দরাবাদ ক্যাম্পে যোগ দেবেন নীতিশ। গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন সাইড স্ট্রেনে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। রিহ্যাব চলছিল তাঁর। শনিবার সকালে ইয়ো-ইয়ো টেস্টে তিনি সফলভাবে উত্তীর্ণ হন। উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন ১৬.৫ পয়েন্ট। সেখানে নীতিশ পয়েন্ট পেয়েছেন ১৮।

শুক্রবার হায়দরাবাদের এক অনুশীলন ম্যাচে বল করেন এই ভারতীয় অলরাউন্ডার। সেখানেও কোনও অসুবিধা হয়নি তাঁর। নিজের পুরনো ছন্দেই বল করতে দেখা যায় নীতিশকে।

নীতিশ SRH-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত বছরের আইপিএলে তিনি ১৪২.৯২ স্ট্রাইক রেটে ৩০৩ রান করেছিলেন এবং বল হাতে ১১.৬২ ইকোনমি রেটে ৩টি উইকেট নিয়েছিলেন। তাঁর পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই হায়দরাবাদ মেগা নিলামের আগে তাঁকে দলেই রেখে দিয়েছিল।

গত বছর বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে অভিষেক হয় নীতিশের। এরপর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচটি টেস্টেই অংশ নেন তিনি, যেখানে মেলবোর্নে তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি নজর কেড়েছিল। ফলে তাঁর চোটমুক্ত হওয়া হায়দরাবাদের জন্য খুবই খুশির খবর।

নীতিশ কুমার রেড্ডি
ISL 2024-25: প্রকাশ্যে আইএসএলের প্লে অফ সূচি! কবে ফাইনাল জেনে নিন
নীতিশ কুমার রেড্ডি
KKR: রঙের উৎসবে মাতলেন নাইট ক্রিকেটাররা! অধিনায়ক রাহানে থেকে মেন্টর ব্রাভো - কে কী জানালেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in