KKR: রঙের উৎসবে মাতলেন নাইট ক্রিকেটাররা! অধিনায়ক রাহানে থেকে মেন্টর ব্রাভো - কে কী জানালেন?

People's Reporter: রাহানে বলেন, "আমি সব সময়েই দল যেখানে চেয়েছে সেখানে খেলেছি। গোটা কেরিয়ারে তাই করেছি। এখনও তাই করি।''
নাইট ক্রিকেটাররা
নাইট ক্রিকেটাররাছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

এবারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে। তাঁর ক্যাপ্টেন হওয়া, ব্র্যাভোর মেন্টর হওয়া, ভেঙ্কটেশ আইয়ারের ২৩.৭৫ কোটি টাকায় দলে আসা - একাধিক নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল। এই সবকিছুর জাবাব দিলেন অজিঙ্কা রাহানে।

শুক্রবার দোলের দিন রঙের উৎসবে মেতে ওঠেন নাইট ক্রিকেটাররা। ওই দিন সাংবাদিকদের সামনে রাহানে বলেন, 'আমি এই দলে আগেও খেলেছি। কেকেআর সেরা দল। আমি আমার সেরাটা দিয়ে দলকে সাহায্য করব। গতবারের চ্যাম্পিয়ন হওয়া অতীত। নতুন টার্গেট ফের চ্যাম্পিয়ন হওয়া।' ভেঙ্কটেশ আইয়ারের ২৩.৭৫ কোটি টাকায় দলে আসা নিয়েও রাহানে মুখ খোলেন। তিনি বলেন, 'ও ওই মূল্যটা ডিজার্ভ করে। বেকার এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে।'

রাহানে অধিনায়ক হলেও তিনি কোন নম্বরে ব্যাট করবেন সেই প্রসঙ্গে বলেন, "আমি সব সময়ই দল যেখানে চেয়েছে সেখানে খেলেছি। গোটা কেরিয়ারে তাই করেছি। এখনও তাই করি। আমরা কোচদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব এই বিষয়ে।"

এদিকে দলের মেন্টর ব্রাভো জানান, 'কেকেআর চ্যাম্পিয়ন দল। সবাই ভালো ক্রিকেটার। এর আগে নিলামে আমি দলের সঙ্গে ছিলাম। অবশ্যই এর আগে আমার জায়গায় জিজি (গৌতম গম্ভীর) ছিলেন। তাঁর একরকম পরিকল্পনা ছিল, আমার একরকম পরিকল্পনা আছে। আমাদের দল অত্যন্ত ভালো। আমি আমার অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করব। অতীতে ক্যারিবিয়ান লিগে দলের সঙ্গে কাজ করেছি। খুব দারুণ অনুভূতি।'

নাইট ক্রিকেটাররা
২০২৩-র বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন পূরণ করতেই অবসর নিলেন না রোহিত! দাবি প্রাক্তন অজি অধিনায়কের
নাইট ক্রিকেটাররা
IPL 2025: দিল্লি ক্যাপিটালস-এর অধিনায়ক হলেন অক্ষর প্যাটেল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in