
এবারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে। তাঁর ক্যাপ্টেন হওয়া, ব্র্যাভোর মেন্টর হওয়া, ভেঙ্কটেশ আইয়ারের ২৩.৭৫ কোটি টাকায় দলে আসা - একাধিক নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল। এই সবকিছুর জাবাব দিলেন অজিঙ্কা রাহানে।
শুক্রবার দোলের দিন রঙের উৎসবে মেতে ওঠেন নাইট ক্রিকেটাররা। ওই দিন সাংবাদিকদের সামনে রাহানে বলেন, 'আমি এই দলে আগেও খেলেছি। কেকেআর সেরা দল। আমি আমার সেরাটা দিয়ে দলকে সাহায্য করব। গতবারের চ্যাম্পিয়ন হওয়া অতীত। নতুন টার্গেট ফের চ্যাম্পিয়ন হওয়া।' ভেঙ্কটেশ আইয়ারের ২৩.৭৫ কোটি টাকায় দলে আসা নিয়েও রাহানে মুখ খোলেন। তিনি বলেন, 'ও ওই মূল্যটা ডিজার্ভ করে। বেকার এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে।'
রাহানে অধিনায়ক হলেও তিনি কোন নম্বরে ব্যাট করবেন সেই প্রসঙ্গে বলেন, "আমি সব সময়ই দল যেখানে চেয়েছে সেখানে খেলেছি। গোটা কেরিয়ারে তাই করেছি। এখনও তাই করি। আমরা কোচদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব এই বিষয়ে।"
এদিকে দলের মেন্টর ব্রাভো জানান, 'কেকেআর চ্যাম্পিয়ন দল। সবাই ভালো ক্রিকেটার। এর আগে নিলামে আমি দলের সঙ্গে ছিলাম। অবশ্যই এর আগে আমার জায়গায় জিজি (গৌতম গম্ভীর) ছিলেন। তাঁর একরকম পরিকল্পনা ছিল, আমার একরকম পরিকল্পনা আছে। আমাদের দল অত্যন্ত ভালো। আমি আমার অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করব। অতীতে ক্যারিবিয়ান লিগে দলের সঙ্গে কাজ করেছি। খুব দারুণ অনুভূতি।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন