২০২৫ আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস-এর অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা চলছিলই। হাওয়ায় ভাসছিল অনেকগুলো নাম। যার মধ্যে প্রধান ছিল কে এল রাহুল এবং অক্ষর প্যাটেল। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরেই কে এল রাহুল জানিয়ে দেন তিনি অধিনায়কত্বে আগ্রহী নন। ফলে তখন থেকেই পাল্লা ঝুঁকে ছিল অক্ষর প্যাটেলের দিকে। আর এবার তাতেই সিলমোহর দিলেন দিল্লি ক্যাপিটালসের আধিকারিকরা।
২০২৫ আইপিএল-এর মেগা নিলামে ১৪ কোটি টাকার বিনিময়ে কে এল রাহুলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। এর আগে পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়েন্টেস-এর অধিনায়কত্ব করার সুবাদে তাঁকেই প্রথম অধিনায়ক হবার প্রস্তাব দেওয়া হয়। যদিও রাহুল জানিয়ে দেন তিনি অধিনায়কত্বে আগ্রহী নন। বরং তিনি খেলায় বেশি মনোনিবেশ করতে চান। এর পরেই আলোচনা শুরু হয় ৩১ বছর বয়সী অক্ষর প্যাটেলকে নিয়ে।
এর আগে বহুবার ব্যাট ও বলে নিজের দক্ষতার প্রমাণ দিলেও সেভাবে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই। যদিও ২০১৯ থেকে দিল্লি ক্যাপিটালসে খেলছেন অক্ষর। এবারে তাঁকে ১৮ কোটি টাকায় ধরে রেখেছে দল। ভারতের জাতীয় দলের এই ক্রিকেটারের ওপরেই গুরুদায়িত্ব দিল দিল্লি ক্যাপিটালস।
চলতি মরশুমে দিল্লি ক্যাপিটালস-কে কোচিং করাবেন হেমাঙ্গ বাদানি। দলের মেন্টর হয়েছেন কেভিন পিটারসেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন