২০২৩-র বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন পূরণ করতেই অবসর নিলেন না রোহিত! দাবি প্রাক্তন অজি অধিনায়কের

People's Reporter: রিকি পন্টিং বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে বিশ্বকাপ জেতার জন্য রোহিত আরেকবার চেষ্টা করতে চায়।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন পূরণ করতে চান রোহিত শর্মা। সে কারণেই অবসর নিচ্ছেন না তিনি। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই অবসরের জল্পনা উড়িয়ে ছিলেন রোহিত শর্মা। রিকি পন্টিং এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। আইসিসি রিভিউতে পন্টিং বলেন, "যখন তুমি তোমার ক্যারিয়ারের সেই পর্যায়ে পৌঁছাতে শুরু করো, তখন সবাই তোমার অবসরের অপেক্ষায় থাকে। কিন্তু রোহিত এখনও ফর্মের চূড়ায় রয়েছে। সে বলতে চেয়েছে যে সে এই দলকে নেতৃত্ব দিতে এবং খেলতে ভালোবাসে।"

পন্টিং আরও বলেন, "রোহিতের এই ঘোষণার মানে হল, তার লক্ষ্য সম্ভবত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। সে অসমাপ্ত কাজ শেষ করতে চায়। গত বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটের পরাজয় তার মনে গভীর ছাপ ফেলেছে।"

তিনি আরও বলেন, "টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে বিশ্বকাপ জেতার জন্য রোহিত আরেকবার চেষ্টা করতে চায়। ফাইনালে তার ব্যাটিং দেখার পর কেউই বলবে না যে তার সময় শেষ হয়ে গেছে।"

২০২৩ ক্রিকেট বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে গোটা টুর্নামেন্টে ভারত অসাধারণ পারফর্ম করে। দুর্দান্ত পারফরম্যান্স করেও ফাইনালে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় বিরাট কোহলিরা। পন্টিং মনে করেন, এই পরাজয়ের ক্ষত মুছতেই রোহিত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকতে চান।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর রোহিত সাংবাদিক সম্মেলনে এসে বলেছিলেন, 'আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। ভবিষ্যতে আর যাতে আমার অবসর নিয়ে গুজব না ছড়ায় সেই কারণেই বললাম। ভবিষ্যতে আমার কোনও পরিকল্পনা নেই। যেমন চলছে চলবে'।

রোহিত শর্মা
Cricket: প্রথম টেস্ট ম্যাচের ১৫০ বছর! অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচকে স্মরণীয় রাখতে বিশেষ পরিকল্পনা
রোহিত শর্মা
UCL: পরাস্ত বেনফিকা, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সা! লিভারপুলকে হারিয়ে অ্যানফিল্ডে ইতিহাস পিএসজির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in