
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনা। দ্বিতীয় লেগে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন ইয়ামালরা। অন্যদিকে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পিএসজিও।
শেষ ১৬-র প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল বার্সা। মঙ্গলবার রাতে বেনফিকার বিরুদ্ধে দ্বিতীয় লেগে নেমেছিল তারা। প্রথমার্ধের ১১ মিনিটেই ইয়ামালের অসাধারণ পাস থেকে গোল করেন রাফিনহা। ২ মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরান বেনফিকার ওটামেন্ডি। তবে সেই ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হয় বেনফিকা। ২৭ মিনিটের মাথায় একক দক্ষতায় গোলে করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। ৪২ মিনিটে ফের রাফিনহার গোলে ব্যবধান বাড়ায় বার্সা। ম্যাচ শেষে ৪-১ ব্যবধানে (দুটি লেগ মিলিয়ে) জিতে পরের রাউন্ডে উঠলো বার্সা।
অন্যদিকে, লিভারপুলকে পেনাল্টিতে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। গতকাল মধ্যরাতে ছিল দ্বিতীয় লেগের ম্যাচ। ম্যাচের ১২ মিনিটেই ওসমান ডেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। ৯০ মিনিট পর্যন্ত একই ফলাফল থাকে।
দুই লেগ মিলিয়ে ব্যবধান একই থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু তাতেও ফলাফল একই থাকে। পেনাল্টিতে ৪-১ ব্যবধানে জয়ী হয় পিএসজি। অসাধারণ দুটি সেভ করেন পিএসজির গোলরক্ষক ডোনারুমা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম বিপক্ষের মাঠ থেকে লিড নেওয়ার পরেও ঘরের মাঠ অ্যানফিল্ডে হারতে হল লিভারপুলকে।
এছাড়া ফেয়েনুর্ডকে ২-১ গোলে হারায় ইন্টার মিলান (৪-১)। লেভারকুসেনকে ২-০ গোলে হারায় বায়ার্ন মিউনিখ (৫-০)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন