ISL 2024-25: প্রকাশ্যে আইএসএলের প্লে অফ সূচি! কবে ফাইনাল জেনে নিন

People's Reporter: আগামী ২৯ আর ৩০মার্চ নকআউটের ম্যাচে নামবে বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসি এবং জামশেদপুর এফসি ও নর্থইস্ট ইউনাইটেড।
ISL 2024-25: প্রকাশ্যে আইএসএলের প্লে অফ সূচি! কবে ফাইনাল জেনে নিন
ছবি - সংগৃহীত
Published on

আইএসএলের প্লে অফের সুপার সিক্সের সূচি ঘোষণা করেছে এফএসডিএল।মোহনবাগান ছাড়াও প্লে অফের বাকি পাঁচটি দল হল - এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাটেড এবং মুম্বই সিটি এফসি।

আগামী ২৯ আর ৩০মার্চ নকআউটের ম্যাচে নামবে বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসি এবং জামশেদপুর এফসি ও নর্থইস্ট ইউনাইটেড। খেলা হবে শ্রী কান্তিরাভা এবং ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্পোর্টস স্টেডিয়ামে।

২ ও ৩ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। ২ এপ্রিল বেঙ্গালুরু ও মুম্বই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে নামবে এফসি গোয়া। ৩ এপ্রিল মোহনবাগান খেলবে নর্থইস্ট এবং জামশেদপুর ম্যাচের বিজয়ীর সাথে।

৬ এপ্রিলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে যুবভারতীতে নামবে মোহনবাগান। ৭ এপ্রিলে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফতরদা স্টেডিয়ামে এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি/বেঙ্গালুরু এফসি ম্যাচ।

ফাইনাল হবে ১২ এপ্রিল, শনিবার। ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে মোহনবাগান ফাইনাল খেললে যুবভারতীতেই ফাইনাল হবে।

উল্লেখ্য, আইএসএল-র প্লে-অফের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে JioHotstar-এ (ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালম)। টেলিভিশনে Star Sports – 3 (ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালম) এবং Asianet Plus (মালয়ালম) চ্যানেলে।

একনজরে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন দলগুলি - অ্যাটলেটিকো দে কলকাতা (২০১৪, ২০১৬ এবং ২০১৯-২০), চেন্নাইয়ন এফসি (২০১৫, ২০১৭-১৮), বেঙ্গালুরু এফসি (২০১৮-১৯), মুম্বই সিটি এফসি (২০২০-২১, ২০২৩-২৪), হায়দরাবাদ এফসি (২০২১-২২) এবং এটিকে মোহনবাগান (২০২২-২৩)।

ISL 2024-25: প্রকাশ্যে আইএসএলের প্লে অফ সূচি! কবে ফাইনাল জেনে নিন
IPL 2025: দিল্লি ক্যাপিটালস-এর অধিনায়ক হলেন অক্ষর প্যাটেল
ISL 2024-25: প্রকাশ্যে আইএসএলের প্লে অফ সূচি! কবে ফাইনাল জেনে নিন
২০২৩-র বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন পূরণ করতেই অবসর নিলেন না রোহিত! দাবি প্রাক্তন অজি অধিনায়কের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in