

আইএসএলের প্লে অফের সুপার সিক্সের সূচি ঘোষণা করেছে এফএসডিএল।মোহনবাগান ছাড়াও প্লে অফের বাকি পাঁচটি দল হল - এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাটেড এবং মুম্বই সিটি এফসি।
আগামী ২৯ আর ৩০মার্চ নকআউটের ম্যাচে নামবে বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসি এবং জামশেদপুর এফসি ও নর্থইস্ট ইউনাইটেড। খেলা হবে শ্রী কান্তিরাভা এবং ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্পোর্টস স্টেডিয়ামে।
২ ও ৩ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। ২ এপ্রিল বেঙ্গালুরু ও মুম্বই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে নামবে এফসি গোয়া। ৩ এপ্রিল মোহনবাগান খেলবে নর্থইস্ট এবং জামশেদপুর ম্যাচের বিজয়ীর সাথে।
৬ এপ্রিলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে যুবভারতীতে নামবে মোহনবাগান। ৭ এপ্রিলে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফতরদা স্টেডিয়ামে এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি/বেঙ্গালুরু এফসি ম্যাচ।
ফাইনাল হবে ১২ এপ্রিল, শনিবার। ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে মোহনবাগান ফাইনাল খেললে যুবভারতীতেই ফাইনাল হবে।
উল্লেখ্য, আইএসএল-র প্লে-অফের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে JioHotstar-এ (ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালম)। টেলিভিশনে Star Sports – 3 (ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালম) এবং Asianet Plus (মালয়ালম) চ্যানেলে।
একনজরে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন দলগুলি - অ্যাটলেটিকো দে কলকাতা (২০১৪, ২০১৬ এবং ২০১৯-২০), চেন্নাইয়ন এফসি (২০১৫, ২০১৭-১৮), বেঙ্গালুরু এফসি (২০১৮-১৯), মুম্বই সিটি এফসি (২০২০-২১, ২০২৩-২৪), হায়দরাবাদ এফসি (২০২১-২২) এবং এটিকে মোহনবাগান (২০২২-২৩)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন