
আইএসএলের প্লে অফের সুপার সিক্সের সূচি ঘোষণা করেছে এফএসডিএল।মোহনবাগান ছাড়াও প্লে অফের বাকি পাঁচটি দল হল - এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাটেড এবং মুম্বই সিটি এফসি।
আগামী ২৯ আর ৩০মার্চ নকআউটের ম্যাচে নামবে বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসি এবং জামশেদপুর এফসি ও নর্থইস্ট ইউনাইটেড। খেলা হবে শ্রী কান্তিরাভা এবং ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্পোর্টস স্টেডিয়ামে।
২ ও ৩ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। ২ এপ্রিল বেঙ্গালুরু ও মুম্বই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে নামবে এফসি গোয়া। ৩ এপ্রিল মোহনবাগান খেলবে নর্থইস্ট এবং জামশেদপুর ম্যাচের বিজয়ীর সাথে।
৬ এপ্রিলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে যুবভারতীতে নামবে মোহনবাগান। ৭ এপ্রিলে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফতরদা স্টেডিয়ামে এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি/বেঙ্গালুরু এফসি ম্যাচ।
ফাইনাল হবে ১২ এপ্রিল, শনিবার। ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে মোহনবাগান ফাইনাল খেললে যুবভারতীতেই ফাইনাল হবে।
উল্লেখ্য, আইএসএল-র প্লে-অফের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে JioHotstar-এ (ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালম)। টেলিভিশনে Star Sports – 3 (ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালম) এবং Asianet Plus (মালয়ালম) চ্যানেলে।
একনজরে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন দলগুলি - অ্যাটলেটিকো দে কলকাতা (২০১৪, ২০১৬ এবং ২০১৯-২০), চেন্নাইয়ন এফসি (২০১৫, ২০১৭-১৮), বেঙ্গালুরু এফসি (২০১৮-১৯), মুম্বই সিটি এফসি (২০২০-২১, ২০২৩-২৪), হায়দরাবাদ এফসি (২০২১-২২) এবং এটিকে মোহনবাগান (২০২২-২৩)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন