আফগানিস্তানের নাম প্রত্যাহারের পরেও ত্রিদেশীয় সিরিজ করতে মরিয়া পাকিস্তান! বিকল্পের সন্ধানে পাক বোর্ড

People's Reporter: আগামী ১৭-২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের লাহোরে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করে পাক বোর্ড। যেখানে পাকিস্তান ছাড়াও খেলার কথা ছিল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত সময়েই হবে। আফগানিস্তান নাম প্রত্যাহার করার পরেও তিন দেশের আন্তর্জাতিক টি-২০ সিরিজ আয়োজিত করতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বদলে নেপাল অথবা সংযুক্ত আরব আমিরশাহী খেলতে পারে এই সিরিজে।

আগামী ১৭-২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের লাহোরে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে পাক বোর্ড। যেখানে পাকিস্তান ছাড়াও খেলার কথা ছিল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার। তবে পাক বিমান হানায় ৩ আফগান ক্রিকেটার সহ মোট ৮ জন আফগান নাগরিক নিহত হওয়ায় ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে না বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে সেই সিরিজ করতে মরিয়া পাক বোর্ড।

শনিবার পিসিবির এক আধিকারিক জানায়, "আফগানিস্তানের নাম প্রত্যাহারের পরেও ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত সময়সূচী অনুসারেই হবে। আমরা অন্য দল খুঁজছি এবং চূড়ান্ত হয়ে গেলে ঘোষণা করা হবে"।

সূত্রের খবর, পিসিবি বর্তমানে আফগানিস্তানের পরিবর্তে নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহীকে খেলার প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে। এছাড়া ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক একদিনের সিরিজ আয়োজন করবে পাক বোর্ড।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় বিমান হামলা চালায় পাকিস্তান। যার জেরে ৫ জন সাধারণ নাগরিক ছাড়াও ৩ জন ক্রিকেটারেরও মৃত্যু হয়। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নিহত তিন ক্রিকেটারের নাম কাবীর, সিবগাতুল্লাহ এবং হারুণ। তাঁরা স্থানীয় একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন। এই কাবীরের উপর নজর ছিল আফগান নির্বাচকদের। উদীয়মান তারকা ছিলেন কাবীর।

ঘটনার তীব্র নিন্দা জানায় আফগান বোর্ড। এসিবি জানায়, “উরগুন জেলার সাহসী ক্রিকেটারদের শহিদ হওয়ার এই মর্মান্তিক ঘটনায় আফগান ক্রিকেট বোর্ড গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। পাকিস্তানের এই কাপুরুষোচিত হামলার আমরা তীব্রভাবে নিন্দা জানাই।”

এই মর্মান্তিক হামলার পর এসিবি জানিয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আগামী মাসে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজে তারা অংশ নেবে না। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতীকী ছবি
Afghanistan: পাক হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার! ত্রিদেশীয় সিরিজ বয়কটের ডাক রাশিদ খানদের
প্রতীকী ছবি
Shubman Gill: 'আমাদের মধ্যে কোনও সমস্যাই নেই' - রোহিত, বিরাটের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন গিল

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in