
এমবাপ্পে, ভিনিসিয়াসদের জন্য কড়া বার্তা দিলেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। নয়া কোচ স্পষ্ট জানিয়েছেন, দলের মধ্যে যে যত বড়ই তারকা হোক না কেন তাঁকে রক্ষণভাগের দায়িত্বও নিতে হবে। বুধবার আরবি সালজবার্গের বিরুদ্ধে রিয়ালের ম্যাচ রয়েছে। তার আগেই সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জাবি।
রিয়াল কোচ বলেন, "মাঠে থাকা ১১ জনকেই রক্ষণে অবদান রাখতে হবে। ভিনিসিয়াস, বেলিংহাম, ভালভার্দে, কিলিয়ান এদের প্রত্যেককেই বুঝতে হবে আমরা কিভাবে চাপ তৈরি করতে চাই। না হলে পরিস্থিতি জটিল হয়ে পড়বে।"
গত মরসুমে কার্লো আনচেলত্তির অধীনে কোনো বড় ট্রফি জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। আনচেলত্তি মাঝেমধ্যে অভিযোগ করতেন, ফরোয়ার্ডরা রক্ষণে নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করছে না। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার সিস্টেমে পরিবর্তন আনছেন আলোনসো।
ভারতীয় সময় শুক্রবার সকাল ৬.৩০টার সময় রিয়াল খেলবে সালজবার্গের বিরুদ্ধে। এই ম্যাচে এমবাপ্পেকে ছাড়াই রিয়াল দল ঘোষণা করেছে। পেটের সমস্যার কারণে দলে রাখা হয়নি তাঁকে। কোচ জানান, "ওর অবস্থা উন্নতির দিকে। কিন্তু সে নিজেই বলেছে শেষ ষোলোর জন্য প্রস্তুত থাকতে চায়। তবে এই ম্যাচের জন্য পুরোপুরি ফিট নয়।"
গ্রুপ এইচ-এর শীর্ষস্থান নিশ্চিত করতে সালজবার্গকে হারাতেই হবে রিয়ালকে। এই গ্রুপের শীর্ষে রয়েছে রিয়াল। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। সমসংখ্যাক ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে সালজবার্গও। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল হিলাল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন