Mohun Bagan: মোলিনা যুগ শেষ, মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ সের্জিও লোবেরা

People's Reporter: ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন এই স্প্যানিশ কোচ। বার্সেলোনার মতো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে লোবেরার।
সের্জিও লোবেরা
সের্জিও লোবেরাছবি - মোহন বাগানের ফেসবুক পেজ
Published on

মোহনবাগান সুপার জায়ান্টের কোচ বদল হলো। হোসে মোলিনার জায়গায় সবুজ-মেরুনের নতুন হেড স্যার হলেন সের্জিও লোবেরা। বাকি মরসুমের জন্য তিনিই দলের কোচিং দায়িত্ব সামলাবেন। বুধবার তাঁর সঙ্গে চুক্তি হয় মোহনবাগান সুপার জায়ান্টের। জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, বিশাল কাইথদের নিয়ে ৩০ নভেম্বর থেকেই অনুশীলনে নামবেন তিনি।

মোলিনাকে নিয়ে বেশ কিছু দিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন মোহনবাগান সমর্থকরা। এমনকি সুপার কাপ সেমিফাইনালে ডার্বি ড্র করে ম্যানেজমেন্টকে দোষারোপ করেছিলেন মোলিনা। এবার তাঁকে চাকরি হারাতে হল। আইএসএল শিল্ড এবং লিগ জয়ী স্প্যানিশ কোচের উপরই আস্থা রাখল মোহনবাগান ম্যানেজমেন্ট।

ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন এই স্প্যানিশ কোচ। বার্সেলোনার মতো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে লোবেরার। তাঁর এই সাফল্যের কথা মাথায় রেখেই বাকি মরসুমের জন্য সের্জিওর উপর আস্থা রাখছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট।

চুক্তিতে সই করার পর এমবিএসজি মিডিয়া টিমকে সের্জিও বলেন, ‘‘মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় অবিস্মরণীয় হয়ে ওঠে।’’

একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি, যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।’’

সের্জিও লোবেরা
IND vs SA Test: এক ম্যাচে ৯ ক্যাচ! অজিঙ্কা রাহানের বিশ্ব রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নজির মার্করামের
সের্জিও লোবেরা
UEFA Champions League: ১০ জনের বার্সাকে ৩-০ গোলে হারাল চেলসি, লেভারকুসেনের কাছে পরাস্ত ম্যান সিটি!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in