

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চেলসির কাছে ধরাশায়ী হল ১০ জনের বার্সেলোনা। কাজে এল না ইয়ামাল ম্যাজিক। ইংলিশ ক্লাবের কাছে ৩-০ গোলে হারতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।
চেলসির সামনে কার্যত মুখ থুবড়ে পড়লো বার্সেলোনার ডিফেন্স। অফসাইড এবং হ্যান্ডবলের কারণে চেলসির একাধিক গোল বাতিল হয়। নয়তো আরও বড় ব্যবধানে জিততে পারত ইংলিশ ক্লাবটি। ম্যাচের ২৭ মিনিটে আত্মঘাতী গোল করেন বার্সার ডিফেন্ডার কুন্ডে। ৪৪ মিনিটের মাথায় কুকুরেলাকে ফাউল করায় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড (রেফারির সাথে তর্ক করায় প্রথমে একটি হলুদ কার্ড দেখেছিলেন) অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বার্সা অধিনায়ক আরাউজোকে। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণ বাড়ায় চেলসি। ৫৫ মিনিটের মাথায় ১৮ বছরের এস্তেভাওয়ের নজরকাড়া গোলে ২-০ ব্যবধানে লিড নেয় চেলসি। বার্সেলোনা আক্রমণ তৈরি করলেও কোনো কাজে আসেনি। বরং ৭৩ মিনিটের মাথায় চেলসির হয়ে গোল করে ব্যবধান ৩-০ করেন লিয়াম ডিলাপ।
অন্যদিকে অপ্রত্যাশিত হার স্বীকার করতে হয়ে ম্যান সিটিকে। জার্মান ক্লাব লেভারকুসেনের বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হয় ম্যানচেস্টার সিটি। ২৩ মিনিটের মাথায় প্রথম গোল করেন আলেজান্দ্রো গ্রিমাল্ডো এবং ৫৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন প্যাট্রিক।
৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ১৫ নম্বর স্থানে রয়েছে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে রয়েছে চেলসি। ম্যান সিটি আছে ষষ্ঠ স্থানে। লেভারকুসেন আছেন ১৩ নম্বরে। ২৪টি দল চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করবে। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় স্থানে আর্সেনাল এবং তৃতীয় স্থানে ইন্টার। সকলের পয়েন্ট ১২।
এছাড়া অন্যান্য ম্যাচে আজাক্সকে ২-০ গোলে হারিয়েছে বেনফিকা, ইউনিয়ন সেন্ট-গিলোইস গালাতাসারের বিরুদ্ধে ১-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে। জুভেন্তাস ৩-২ গোলে, নাপোলি ২-০ গোলে, মার্সেলি ২-১ গোল, ডর্টমুন্ড ৪-০ গোলে ম্যাচ জিতেছে। স্লাভিয়া প্রাহা এবং অ্যাথলেটিক ক্লাবের ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন