
হাবাস থেকে জুয়ান ফেরান্দো এবং গত আইএসএল ডার্বিতে হোসে মোলিনা - যাঁরাই ডার্বিতে (আইএসএল) মোহনবাগানের কোচিং করেছেন অপরাজিত থেকেছেন। এখনও ডার্বিতে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। আর বর্তমান পয়েন্ট টেবিলে তো ইস্টবেঙ্গল ১১ আর মোহনবাগান ১ নম্বরে। এই অবস্থায় এগিয়ে থেকেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গুয়াহাটিতে খেলবে মোহনবাগান।
ইস্টবেঙ্গল যেমন চোট সমস্যায় জর্জরিত, অনিরুদ্ধ থাপাও তেমন মোহনবাগান দলে খেলতে পারবেন না। বাগান কোচ হোসে মোলিনা জানান, "আমরা শীর্ষে আছি আর ওরা এগারোয় আছে আমাদের দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য। তবে ডার্বি ম্যাচে এর কোনও প্রভাব পড়বে বলে মনে হয় না। আমরা কতটা ভালো খেলতে পারব, তার ওপরই নির্ভর করবে সব কিছু"।
তিনি আরও জানান, "ডার্বিতে কে কোন অবস্থানে আছে, সেটা কোনও ব্যাপার নয়। কলকাতা ডার্বি বরাবরই কঠিন লড়াই। ওরা (ইস্টবেঙ্গল) লড়বে। আমাদেরও লড়ার জন্য তৈরি থাকতে হবে। সেরা খেলাটা দিয়ে জিততে হবে। টানা ৯০ মিনিট আমরা যদি ভালো খেলতে পারি, তাহলে জিতব। আমি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী"।
পাশাপাশি মোলিনা বলেন, 'কলকাতায় না হওয়ায় এবার ডার্বি সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। বেশিরভাগ সমর্থকদেরই তো সঙ্গে পাব না আমরা। তবে তাঁদের কাছে অনুরোধ, সবাই সমর্থন করুন। কষ্ট করে হলেও খেলা দেখতে আসুন। দলকে আরও উৎসাহ দিন।'
ইস্টবেঙ্গলকে সমীহ করে মোলিনা জানান, "চলতি মরসুমের প্রথম ডার্বি ছিল ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোনের কাছে প্রথম ম্যাচ। এর মধ্যে দলের সঙ্গে অনেক কাজ করেছেন তিনি। তাই ওদের কাছে এই ডার্বি অন্যরকম হবেই। আমি একই কথা বলব। দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সমর্থকদের কাছে এই ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওদের মুখে হাসি ফোটাতে আমাদের জিততেই হবে"।
উল্লেখ্য, এখনও পর্যন্ত আইএসএল-এ ৯ বার মুখোমুখি হয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। একবারও জিততে পারেনি লাল-হলুদ ব্রিগেড। ৯ বারের মধ্যে মোহনবাগান জিতেছে ৮ বার। ১টি ম্যাচ ড্র হয়েছে। শেষ ডার্বি হয়েছিল ১৯ অক্টোবর। যে ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে পরাজিত করে মোহনবাগান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন