
হিন্দি ভারতের রাষ্ট্র ভাষা নয় - চেন্নাইয়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে গিয়ে এমনই বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে দক্ষিণ ভারত বার বার সরব হয়েছে। এবার অশ্বিনের মুখেও শোনা গেল তেমনই মন্তব্য। চেন্নাইয়ের রাজলক্ষ্মী ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন অশ্বিন। সেখানে তামিল ভাষাকে অধিক গুরুত্ব দেন তিনি।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় অশ্বিন পড়ুয়াদের জিজ্ঞাসা করছেন কত জন ইংরাজী, তামিল এবং হিন্দি বোঝেন? ইংরাজী এবং তামিল অনেকে বোঝে বললেও হিন্দিতে কেউ কোনও উত্তর দেয়নি। তখনই অশ্বিন বলেন হিন্দি আমাদের রাষ্ট্র ভাষা নয়। এটা অফিসিয়াল ভাষা।
দক্ষিণ ভারতের প্রায় সবক'টি রাজ্যে বরাবরই নিজেদের ভাষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। হিন্দি ভাষাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। ১৯৩০-র দশকে হিন্দি বিরোধী আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে তামিলনাড়ুর বুকে। বর্তমানেও হিন্দি থেকে 'দূরত্ব' বজায় রাখে দক্ষিণের রাজ্যগুলি। এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও বার বার কেন্দ্রের বিরুদ্ধে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালে নয়াদিল্লিতে সংসদীয় সরকারী ভাষা কমিটির ৩৭ তম বৈঠকে সভাপতিত্ব করে শাহ বলেছিলেন, ভারতীয়দের মধ্যে যোগাযোগের জন্য হিন্দি ভাষা ইংরেজির বিকল্প হওয়া উচিত। এই মন্তব্য সকলের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। বহু রাজ্যই এর বিরোধিতা করেছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন