

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন পাক তারকা মহম্মদ রিজওয়ান। একাধিক সূত্রে মারফত এমনটাই জানা যাচ্ছে। মনে করা হচ্ছে ওয়ান ডে দলের অধিনায়কত্ব থেকে তাঁকে সরানোর কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন রিজওয়ান।
সম্প্রতি পাক ক্রিকেট বোর্ড রিজওয়ানকে তাঁকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে শাহিন শাহ আফ্রিদিকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ৩০ জন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের মধ্যে একমাত্র রিজওয়ানই এখনও নথিতে স্বাক্ষর করেননি।
পিসিবির নতুন কাঠামো অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। যেখানে আগে রিজওয়ান, বাবর আজম ও আফ্রিদির মতো সিনিয়র তারকারা ছিলেন। নতুন নীতিতে এই তিনজনসহ মোট ১০ জন খেলোয়াড়কে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া এবং গ্রেড কমানো নিয়ে রিজওয়ান অসন্তুষ্ট হয়েছেন বলে জানা যাচ্ছে। ৩৩ বছর বয়সি এই উইকেটকিপার-ব্যাটার ডিসেম্বর ২০২৪ থেকে টি২০ দলে জায়গা পাননি। যা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ রিজওয়ান।
সূত্রের খবর, রিজওয়ান বোর্ডের কাছে দুটি শর্ত রেখেছেন, একটি হল সিনিয়র ও ধারাবাহিকভাবে পারফর্ম করা খেলোয়াড়দের জন্য ‘এ’ ক্যাটাগরি পুনর্বহাল করা। অন্যটি, নতুন অধিনায়ককে পূর্ণ মেয়াদ ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের নিশ্চয়তা দেওয়া, যাতে বোর্ড হস্তক্ষেপ না করে।
এই চুক্তি জটিলতা পাকিস্তান ক্রিকেটে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফর্ম করা রিজওয়ানের মতো একজন প্রভাবশালী খেলোয়াড়ের সঙ্গে বোর্ডের বিরোধ দলের ভেতর বিভাজন আরও বাড়াতে পারে। এমনটা আশঙ্কা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন