Rohit Sharma: ওডিআই-তে ইতিহাস 'হিটম্যানে'র! কেরিয়ারে প্রথমবার আইসিসি র‍্যাঙ্কিং-র শীর্ষে রোহিত শর্মা

People's Reporter: আইসিসি তালিকায় ৭৮১ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছেন রোহিত শর্মা। শীর্ষ ১০ ব্যাটারের তালিকায় ভারতের চারজন ব্যাটার রয়েছেন (রোহিত শর্মা, শুবমন গিল, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার)।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

একদিনের ক্রিকেটে ইতিহাস গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ওপেনার রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিং-এ কেরিয়ারে প্রথমবার শীর্ষ স্থান দখল করলেন এবং তিনিই প্রথম ক্রিকেটার যিনি ৩৮ বছর বয়সে এসেও প্রথম স্থান অধিকার করলেন (ওডিআই-তে)।

শোনা যাচ্ছিল অস্ট্রেলিয়া সিরিজের পরেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন। কিন্তু সিরিজের সর্বাধিক রানের মালিক হয়ে রোহিত প্রমাণ করলেন তিনি এখনই অবসর নিচ্ছেন না। শুধু তিনিই নন, কোহলিও শেষ ম্যাচে রোহিতের সাথে পার্টনারশিপ গড়ে দলের হোয়াইট ওয়াশ বাঁচিয়েছেন। ম্যান অফ দ্য সিরিজও হন রোহিত শর্মা। আর সদ্য প্রকাশিত আইসিসি ওডিআই ব্যাটিং তালিকায় শীর্ষ স্থান দখল করলেন 'হিটম্যান'।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচে ২০২ রান করেন রোহিত। ৩৩তম ওয়ানডে এবং আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৫০তম সেঞ্চুরি করেন রোহিত।

আইসিসি তালিকায় ৭৮১ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছেন রোহিত শর্মা। শীর্ষ ১০ ব্যাটারের তালিকায় ভারতের চারজন ব্যাটার রয়েছেন (রোহিত শর্মা, শুবমন গিল, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার)। ৩৮ বছর ১৮২ দিন বয়সে তিনিই সবথেকে বয়স্ক ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে প্রথম স্থান দখল করেছেন। ২০১১ সালে শচীন তেন্ডুলকর টেস্ট ক্রিকেটে এই কীর্তি গড়েছিলেন।

উল্লেখ্য, রোহিত ভারতীয় ওপেনার হিসেবে যুগ্মভাবে সর্বাধিক সেঞ্চুরির মালিক। এই তালিকায় শচীন তেন্ডুলকরেরও রয়েছে ৪৫টি সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক সেঞ্চুরি রয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। তিনি ৪৯টি সেঞ্চুরির মালিক ওপেনার হিসেবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে ৪৯ ইনিংসে ৯টি সেঞ্চুরি করেন। শচীন ৯টি সেঞ্চুরি করেছিলেন ৭০ ইনিংসে। বিরাট কোহলি ৫১ ইনিংসে ৮টি সেঞ্চুরির মালিক।

আইসিসি তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান। তাঁর রেটিং ৭৬৪। তৃতীয় স্থানে ভারত অধিনায়ক শুবমন গিল। তাঁর রেটিং ৭৪৫। ৭৩৯ রেটিং নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের বাবর আজম, ৭৩৪ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং ৭২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

রোহিত শর্মা
Ranji Trophy: 'এটাই আমার কাজ' - বাংলাকে জিতিয়ে নির্বাচকদের কড়া জবাব মহম্মদ শামির!
রোহিত শর্মা
ICC Women's WC: মহিলা বিশ্বকাপ সেমির আগে ধাক্কা ভারতের! ছিটকে গেলেন দুরন্ত ছন্দে থাকা প্রতীকা রাওয়াল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in