

আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগেই ভারতীয় শিবিরে ধাক্কা। চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ভারতের তারকা ওপেনার প্রতীকা রাওয়াল। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে শেফালী ভর্মাকে।
আগামী ৩০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত। ভারতের ছন্দে থাকা ওপেনিং জুটি নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। কারণ স্মৃতি মন্ধানার সাথে দুরন্ত ছন্দে ছিলেন প্রতীকা রাওয়াল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২২ রানের অসাধারণ ইনিংসও খেলেছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৫ রান করেছিলেন। চলতি বিশ্বকাপে সর্বাধিক রানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রতীকা। স্মৃতি এবং প্রতীকা রাওয়াল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৫ রান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১২ রানের পার্টনারশিপ গড়েছিলেন।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান প্রতীকা রাওয়াল। বাউন্ডারি বাঁচাতে গিয়ে তাঁর পা মাঠে আটকে যায়।
নির্বাচকরা ১৫ সদস্যের বাইরে থাকা শেফালী ভর্মাকে প্রতীকা রাওয়ালের পরিবর্তে বেছে নিয়েছেন। রিজার্ভ ব্যাটার হিসেবে ছিলেন তেজল হাসাবনিস। কিন্তু তাঁকে বেছে নেওয়া হল না। আগস্ট মাসে শেফালীকে বাদ দিয়েই মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছিল।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সোমবার সন্ধ্যায় ইভেন্ট টেকনিক্যাল কমিটি শেফালীর অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। এই কমিটিতে রয়েছেন ওয়াসিম খান (চেয়ারম্যান, আইসিসি জেনারেল ম্যানেজার - ক্রিকেট), গৌরব সাক্সেনা (আইসিসি জেনারেল ম্যানেজার - ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস), অ্যাবে কুরুভিলা (বিসিসিআই টুর্নামেন্ট ডিরেক্টর) এবং মেল জোন্স (স্বাধীনভাবে মনোনীত)।
শেফালী ২০২৪ সালের অক্টোবর থেকে এখনও পর্যন্ত ভারতের হয়ে ওডিআই ম্যাচ খেলেননি। তিনি মূলত ৫০ ওভার ফরম্যাটে ভারতীয় মহিলা এ দলের হয়ে খেলেন। তিনি আগস্টে ব্রিসবেনে অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে ৫২ এবং সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড এ-এর বিরুদ্ধে ৭০ রান করেছিলেন।
২০২৪ সালের ডিসেম্বরে, হরিয়ানার হয়ে ঘরোয়া ওয়ানডেতে শেফালী ৭৫.২৮ গড়ে এবং ১৫২.৩১ স্ট্রাইক রেটে ৫২৭ রান করেছিলেন। এরপর তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০২৫ WPL মরসুমে ১৫২.৭৬ স্ট্রাইক রেটে ৩০৪ রান করেছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
