BCCI: 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' - ভারতে দুই মহিলা অজি ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় সরব বিসিসিআই

People's Reporter: ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারকে। তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।
BCCI
BCCIছবি - সংগৃহীত
Published on

মধ্যপ্রদেশে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনার তীব্র নিন্দা করলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। পাশাপাশি পুলিশ প্রশাসনকে দ্রুত পদেক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন।

ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারকে। তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। তবে এই ঘটনার জেরে বিশ্বমঞ্চে ভারত এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় দেবজিৎ সাইকিয়া বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরণের ঘটনা অসম্মানজনক। অপরাধীকে গ্রেপ্তারের জন্য রাজ্য পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য আমি তাঁদের প্রশংসা করি। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইনকে তার নিজস্ব পথ বেছে নিতে হবে।"

প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। পুলিশ সূত্রে খবর, ওই দিন সকাল ১১টার দিকে খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটাররা। তাঁরা হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফেতে যাচ্ছিলেন। তখন এক যুবক বাইকে করে তাঁদের পিছু নেয়। হোটেল থেকে বেরোনোর পরই ওই যুবক প্লেয়ারদের অনুসরণ করতে থাকে। আচমকাই রাস্তার মাঝে দুই মহিলা ক্রিকেটারকে অশ্লীলভাবে স্পর্শ করে অভিযুক্ত যুবক।

পুলিশের এক আধিকারিক জানান, এক পথচারী সন্দেহভাজনের মোটরসাইকেল নম্বরটি নোট করেছিলেন। যার ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত আকিল খানকে সহজেই গ্রেপ্তার করা গেছে। অভিযুক্তের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।

আক্রান্ত দুই ক্রিকেটারের বক্তব্য রেকর্ড করা হয় এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ৭৪ (একজন মহিলার শ্লীলতাহানির জন্য অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ধারা ৭৮ (অপরাধের উদ্দেশ্যে অনুসরণ)-এর অধীনে মামলা রুজু হয়েছে।

BCCI
AUS vs IND: রোহিত-কোহলির দুরন্ত ইনিংস! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ বাঁচালো 'রো-কো' জুটি
BCCI
ICC Women's WC: দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি মধ্যপ্রদেশে! গ্রেফতার অভিযুক্ত

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in