ICC Women's WC: দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি মধ্যপ্রদেশে! গ্রেফতার অভিযুক্ত

People's Reporter: ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, ওই দিন সন্ধ্যায় খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দল
অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলছবি - অস্ট্রেলিয়ান উইমেন্স ক্রিকেটের এক্স হ্যান্ডেল
Published on

ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হলেন দুই মহিলা অজি ক্রিকেটার। মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, ওই দিন সন্ধ্যায় খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটাররা। তাঁরা হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফেতে যাচ্ছিলেন। তখন এক যুবক বাইকে করে তাঁদের পিছু নেয়। হোটেল থেকে বেরোনোর পরই ওই যুবক প্লেয়ারদের অনুসরণ করতে থাকে। আচমকাই রাস্তার মাঝে দুই মহিলা ক্রিকেটারকে অশ্লীলভাবে স্পর্শ করে অভিযুক্ত যুবক।

ঘটনার সাথে সাথেই একটি এসওএস (SOS) মেসেজ পাঠান ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় এমআইজি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর, পুলিশ একটি এফআইআর দায়ের করে এবং অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করেছে।

খবর পেয়ে সহকারী পুলিশ কমিশনার হিমানী মিশ্র দুই খেলোয়াড়ের সাথে দেখা করেন, তাঁদের বক্তব্য রেকর্ড করেন এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ৭৪ (একজন মহিলার শ্লীলতাহানির জন্য অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ধারা ৭৮ (অপরাধের উদ্দেশ্যে অনুসরণ)-এর অধীনে মামলা রুজু হয়েছে।

এক কর্মকর্তা বলেন, একজন পথচারী সন্দেহভাজনের মোটরসাইকেল নম্বরটি নোট করেছিলেন। যার ভিত্তিতে অভিযুক্ত আকিল খানকে সহজেই গ্রেপ্তার করা গেছে। অভিযুক্তের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।

উল্লেখ্য, চলতি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে অজিরা। ৬ ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১। সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। শনিবার হোলকার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। যে জিতবে সেই দল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল খেলবে।

অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দল
Sarfaraz Khan: পদবি 'খান' বলেই কি ভারতের এ দলেও জায়গা হয়নি সরফরাজের? গম্ভীরকে নিশানা কংগ্রেস নেত্রীর
অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দল
'মহামেডান ক্লাবের সাথে ছাগলের তৃতীয় সন্তানের মতো ব্যবহার করা হচ্ছে' - নওশাদ সিদ্দিকি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in