
দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণার পরই ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে সরব ক্রিকেট ভক্তদের একাংশ। সরফরাজ খানকে দলে না রাখা নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন তাঁরা। এমনকি সরফরাজ খানের ধর্মীয় পরিচয়ের জন্য দলে তাঁর জায়গা হয়নি বলে মনে করছেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ।
আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেনে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। অনুশীলনের জন্য ভারতের এ দল ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই দলে জায়গা হয়নি মুম্বইয়ের ব্যাটার সরফরাজের। অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋষভ পন্থকে। যা নিয়ে প্রশ্ন তুলছেন শামা মহম্মদ। এক্স মাধ্যমে শামা প্রশ্ন করেন, "সরফরাজ খানকে কি দলে নেওয়া হয়নি শুধুমাত্র তাঁর পদবির কারণে? আমরা জানি এই বিষয়ে গৌতম গম্ভীরের অবস্থান কী হবে"। উল্লেখ্য, গৌতম গম্ভীর বিজেপির প্রাক্তন সাংসদ।
২০২৪ সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন সরফরাজ। তারপর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলার সুযোগ পাননি তিনি। ওজন কমিয়ে নিজেকে আরও ফিট করার পরেও ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে নির্বাচিত করা হয়নি তাঁকে।
সরফরাজের দলে জায়গা না পাওয়া নিয়ে সরব হয়েছেন মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসিও। তিনি প্রশ্ন করেন, 'কেন সরফরাজ খানকে ভারত এ দলের জন্য সুযোগ দেওয়া হল না?' সমালোচকদের পাল্টা জবাব দিয়েছেন উত্তর প্রদেশ সরকারের প্রাক্তন সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মহসিন রাজা। তিনি বলেন, "এটাকে নিয়ে রাজনীতি করার দরকার নেই। এর আগে শামি খেলেছেন, সিরাজ খেলছেন। তাই যারা বলছেন মুসলিম বলে দলে নেওয়া হচ্ছে না সেটা ঠিক নয়"।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭ বলে ১৫ রানে রোহিত আউট হতেই সমালোচনা করেছিলেন শামা। তিনি এক্স মাধ্যমে লিখেছিলেন, "একজন খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা অত্যন্ত মোটা। তাঁর উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন তাঁদের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা।" তীব্র সমালোচনার মুখে নিজের ট্যুইটটি অবশ্য মুছে ফেলতে বাধ্য হয়েছিলেন শামা। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতেই ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন