ICC Women's WC: চতুর্থ দল হিসেবে মহিলা বিশ্বকাপের সেমিতে যোগ্যতা অর্জন করবে ভারত? দেখুন সমীকরণ

People's Reporter: টুর্নামেন্টের পয়েন্ট টেবিল অনুযায়ী সর্বপ্রথম বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের আশা শেষ পাকিস্তান মহিলা ক্রিকেট দলের।
ভারতীয় মহিলা ক্রিকেট দল
ভারতীয় মহিলা ক্রিকেট দলছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে। খালি রয়েছে একটি স্থান। লড়াইয়ে আছে ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা।

টুর্নামেন্টের পয়েন্ট টেবিল অনুযায়ী সর্বপ্রথম বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের আশা শেষ পাকিস্তান মহিলা ক্রিকেট দলের। পাকিস্তান মহিলা ক্রিকেট দল এখনও পর্যন্ত ৬টি ম্যাচে একটিও জিততে পারেনি। শেষ চারে সুযোগ রয়েছে আয়োজক ভারত, নিউজিল্যান্ডের। শ্রীলঙ্কারও সুযোগ আছে তবে তাদের পথ অত্যন্ত কঠিন।

ভারত (৪ পয়েন্ট, ০.৫২৬ NRR)

ভারতের বাকি রয়েছে ২টি ম্যাচ। একটি নিউজিল্যান্ড এবং অন্যটি বাংলাদেশের বিরুদ্ধে। দুই ম্যাচ জিতলেই সরাসরি সেমিফাইনালে উঠবে ভারত। এমনকি শুধু নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেও সেমিফাইনালে ওঠা নিশ্চিত হতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় এবং বাংলাদেশের বিপক্ষে হার হলে ভারতের পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে যেতে গেলে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে।

নিউজিল্যান্ড (৪ পয়েন্ট, -০.২৪৫ NRR)

নিউজিল্যান্ড যদি ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের বাকি দুই ম্যাচেই জেতে, তবে তারা ৮ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিফাইনালে চলে যাবে।

তবে ভারতকে হারিয়ে ইংল্যান্ডের কাছে হারলে তাদের ভাগ্য নির্ভর করবে বাংলাদেশের হাতে - অর্থাৎ বাংলাদেশের কাছে ভারতকে হারতে হবে এবং নেট রান রেট নিউজিল্যান্ডের বেশি হতে হবে।

শ্রীলঙ্কা (৪ পয়েন্ট, -১.০৩৫ NRR)

মহিলা বিশ্বকাপ সেমিতে ওঠার জন্য শ্রীলঙ্কার পথ সবচেয়ে কঠিন। সেমিফাইনালে উঠতে হলে তাদের পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতেই হবে। একই সঙ্গে ভারতকে নিউজিল্যান্ড ও বাংলাদেশের কাছে হারতে হবে এবং নিউজিল্যান্ডকেও ইংল্যান্ডের কাছে হারতে হবে। তাছাড়া, নেট রান রেটে শ্রীলঙ্কাকে এগিয়ে যেতে হবে।

ভারতীয় মহিলা ক্রিকেট দল
আফগানিস্তানের নাম প্রত্যাহারের পরেও ত্রিদেশীয় সিরিজ করতে মরিয়া পাকিস্তান! বিকল্পের সন্ধানে পাক বোর্ড
ভারতীয় মহিলা ক্রিকেট দল
FIFA Rankings: গত ৯ বছরে সবথেকে খারাপ র‍্যাঙ্কিং! ফিফা তালিকার কত নম্বরে ভারতীয় ফুটবল দল?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in