

সিরিজ হারলেও সিডনিতে নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারাল ভারত। দায়িত্ব নিয়ে টিম ইন্ডিয়াকে জয় এনে দিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সিরিজের ফলাফল ২-১।
তৃতীয় একদিনের ম্যাচে জিতে হোয়াইট ওয়াশ বাঁচালো টিম ইন্ডিয়া। এই ম্যাচের হাল ধরেছিলেন সেই পুরনো 'রো-কো' জুটি। রোহিত শর্মার সেঞ্চুরি এবং বিরাটের হাফসেঞ্চুরির সুবাদে ৩৮.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২৩৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।
প্রথম দুটি একদিনের ম্যাচে শূন্য রানে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। ফলে তাঁর উপর যে বাড়তি চাপ ছিল তা সকলেরই জানা। শুবমন গিল ২৪ রানে আউট হওয়ার পর নামেন বিরাট। প্রথম বলেই এক রান সংগ্রহ করেন তিনি। তারপর ধীরে ধীরে রোহিতের সাথে ১৬৮ রানের পার্টনারশিপ গড়েন তিনি। ১২৫ বলে ১২১ রান করেন রোহিত শর্মা। ৮১ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন বিরাট।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৫০তম সেঞ্চুরি পূরণ করলেন রোহিত। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩তম সেঞ্চুরি। কোহলি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম অর্ধশতরান করলেন। প্লেয়ার অফ দ্য ম্যাচের পাশাপাশি প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন রোহিত শর্মা।
ম্যাচ শেষে কোহলি বলেন, "প্রথম দুটি ম্যাচে শূন্য রানে ফিরে যাওয়া খুবই খারাপ। তবে আমরা ভেবেছিলাম আজকে ম্যাচ শেষ করতে হবে আমাদের কারণ আমরা দুজনেই (রোহিত এবং বিরাট) অভিজ্ঞ। এই জুটি যদি ২০ ওভার টিকে যায় তাহলে যত বড়ই রান হোক না কেন ঠিক চেজ করে দেবে"।
উল্লেখ্য, এদিনও টসে হারেন অধিনায়ক শুবমন গিল। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা ভালো করলেও ভারতীয় বোলারদের দাপটে ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৪ উইকেট নেন হর্ষিত রানা। ২টি উইকেট পান ওয়শিংটন সুন্দর, ১টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
