

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে বুকের পাঁজরে চোট পেয়েছেন ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শ্রেয়াসের চোট যথেষ্ট গুরুতর।
ঘটনাটি ঘটে তৃতীয় একদিনের ম্যাচের ৩৩.৪ ওভারে। বল করছিলেন হর্ষিত রানা। তাঁর বলে শট মারতে গিয়ে আউট হন অ্যালেক্স ক্যারি। পিছনে দৌড়ে অসাধারণ ক্যাচ ধরেন শ্রেয়স আইয়ার। ক্যাচ ধরার সাথে সাথেই বাম পাঁজরে চোট পান তিনি। আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁর পরিবর্তে যশস্বী জয়সওয়াল ফিল্ডিং করতে নামেন। শ্রেয়াসকে ড্রেসিং রুমে নিয়ে আসার পরই সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, শ্রেয়াস আইয়ার কয়েকদিন ধরেই আইসিইউতে ভর্তি রয়েছেন। রিপোর্ট আসার পরই তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ে। রক্তপাতের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সেই সংক্রমণ যাতে না হয় তার জন্য তাঁকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে।
ওই সূত্র মারফত জানা গেছে, দলের ডাক্তার এবং ফিজিও কোনও ঝুঁকি নেননি এবং তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন পরিস্থিতি স্থিতিশীল কিন্তু এটি মারাত্মক হতে পারত। যেহেতু অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে তাই সুস্থ হতে আরও সময় লাগবে।
উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ শুরু হচ্ছে। সম্ভবত শ্রেয়াস আইয়ার ওই সিরিজে বিশ্রামে থাকবেন চোটের কারণে। ৩ ম্যাচের ওডিআই সিরিজ হবে ভারতেই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন