
বিশ্বের ১ নম্বর টেনিস তারকা তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে পরাজিত করে ২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজ। ফাইনালে সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬ এবং ৭-৫ ব্যবধানে পরাজিত করলেন তিনি।
অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হ্যাটট্রিক হল না আরিনা সাবালেঙ্কার। সকলেই ভেবেছিলেন মহিলাদের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফের চ্যাম্পিয়ন হবেন সাবালেঙ্কা। কিন্তু না, গোটা বিশ্বকে ভুল প্রমাণ করলেন ম্যাডিসন কিজ।
শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রথম থেকেই বেশ আত্মবিশ্বাসী দেখায় ম্যাডিসনকে। অন্যদিকে বেশ চাপে ছিলেন সাবালেঙ্কা। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জেতেন ম্যাডিসন। সময় নেন ৫ মিনিট। দ্বিতীয় সেটে অবশ্য খেলায় ফেরেন সাবালেঙ্কা। ৪৫ মিনিটের সেট ২-৬ ব্যবধানে হারেন ম্যাডিসন। তৃতীয় সেট শেষ হয় ৪২ মিনিটে। যেখানে ম্যাডিসন ৭-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন।
ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন সাবালেঙ্কা। নিজের ব্যাটটিও ভেঙে ফেলেন তিনি। রানার্স হয়ে তিনি জানান, "ম্যাডিসন অনেক ভালো খেলেছে। অনেক অনেক শুভেচ্ছা ওকে। আশা করি আগামী বছর আমি জয়ী হব। অস্ট্রেলিয়াবাসীকেও অনেক ধন্যবাদ। পরের সপ্তাহ থেকে আমি অনুশীলন শুরু করে দেব।''
ম্যাডিসন বলেন, ''খেতাব জিতে খুবই ভালো লাগছে। অনেক বছরের স্বপ্ন ছিল আমার গ্র্যান্ড স্লাম জয়। সেটা পূরণ হল। যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের সকলেই ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার স্বামী আমাকে সব সময় সমর্থন করেছেন। মনের জোর বাড়িয়েছেন তিনি। যখনই পিছিয়ে পড়েছি তখনই উৎসাহ বাড়িয়েছেন। পরের বছর আবার দেখা হবে।''
এর আগে ২০১৭ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেননি। ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন তিনি। ২০১৫ এবং ২০২৩ সালে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছিলেন ম্যাডিসন। কিন্তু ২০২৫ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সকলকে চমকে দিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন