
আগামী ১১ জানুয়ারি আইএসএলের কলকাতা ডার্বি। কিন্তু ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। মেলা চলাকালীন পুলিশের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। বিধাননগর পুলিশ কমিশনাররেটের তরফ থেকে ডার্বি আয়োজক মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যেই এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
তাই ১১ জানুয়ারির ডার্বি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ১২ জানুয়ারি শ্রীভূমি আয়োজিত ম্যারাথন হবে। সেখানে কীভাবে পুলিশ নিরাপত্তা দেবে সেই নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্যের মন্ত্রীর অনুষ্ঠান বলেই কি পুলিশ অনুমতি দিল? যদিও বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন, 'ডার্বি তো অনেক বড়ো ইভেন্ট। পুলিশ অনেক বেশি লাগে। ম্যারাথন ছোট ইভেন্ট। কম পুলিশেই হয়ে যাবে।'
আরজি কর কাণ্ডের পর গত ডুরান্ড কাপ ডার্বিও পুলিশি নিরাপত্তার অভাবে বাতিল করে দেওয়া হয়। অথচ সেই ডার্বির দিনেই তিলোত্তমার বিচারের দাবিতে ৩ প্রধানের সমর্থকদের আন্দোলনে ছিল অসংখ্য পুলিশ। কেনো বারবার ডার্বিতে এমন ঘটনা ঘটছে এই নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, গত ২ বছরের মত এবারেও অনুষ্ঠিত হতে চলেছে শ্রীভূমি গোল্ড ম্যারাথন। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আগামী ১২ জানুয়ারি রবিবার স্বামী বিবেকানন্দর জন্মদিনে হবে এই ম্যারাথন। শ্রীভূমি ক্লাব থেকে শুরু হয়ে এখানেই শেষ হবে। থাকছে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দৌড়।
শ্রীভূমি ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের কথা জানান সুজিত বসু। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন ফুটবলার ডেনসন দেবদাস, অলিম্পিয়ান সোমা বিশ্বাস, গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, বিধান নগর পুলিশ কমিশনার মুকেশ কুমার, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কমল মৈত্র সহ অনেকে উপস্থিত ছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন