পরিকাঠামোর অভাব থাকা সত্বেও লা লিগার অ্যাকাডেমির জন্য বাছা হলো রাজ্যের এই স্টেডিয়ামকে

People's Reporter: বাংলা ফুটবলের সঙ্গে যুক্ত ফুটবলার, কোচদের বক্তব্য, এই মাঠের যা অবস্থা তাতে ফুটবলারদের চোট পাওয়ার সম্ভবনা থাকে। রাজ্যের যে কোনো স্টেডিয়ামের পরিকাঠামো কিশোরভারতীর থেকে অনেক ভালো।
মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জিছবি - মমতা ব্যানার্জির ফেসবুক পেজ

রাজ্য সরকারের সঙ্গে লা লিগার চুক্তির কতটা বাংলার ফুটবলের উন্নয়নে সাহায্য করবে হবে সেটা বলবে সময়। কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। কলকাতায় লা লিগা অ্যাকাডেমির জন্য কিশোরভারতী স্টেডিয়ামকে বেছে নিয়েছে রাজ্য সরকার। কিন্তু সংশয় অন্য জায়গায়। পরিকাঠামো না থাকা সত্ত্বেও কেন এই স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে।

বাংলা ফুটবলের সঙ্গে যুক্ত ফুটবলার, কোচ বা কর্মকর্তাদের অধিকাংশর পছন্দের তালিকায় নেই এই কিশোরভারতী স্টেডিয়াম। তাঁদের বক্তব্য, এই মাঠের যা অবস্থা তাতে ফুটবলারদের চোট পাওয়ার সম্ভবনা থাকে। রাজ্যের অনান্য যে কোনো স্টেডিয়ামের পরিকাঠামো কিশোরভারতীর থেকে অনেক ভালো। তা সত্ত্বেও লা লিগার মতো সংস্থার সঙ্গে জুড়ে দেওয়া হল কেন এই স্টেডিয়াম? কল্যাণী বা অন্য মাঠ কি দেওয়া যেত না? এই পরিকাঠামো কতটা উন্নতি করা যাবে? এইসব প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ফুটবল মহলে।

গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারি প্রতিনিধিদলের সঙ্গে লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের বৈঠক হয়। সেখানেই বাংলার ফুটবলের উন্নতিতে দু'পক্ষের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়। লা লিগার তরফে চুক্তিতে সই করেন তেবাস, অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে সই করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। লা লিগা কর্তৃপক্ষ ফুটবল অ্যাকাডেমি গড়ার জন্য স্টেডিয়াম চাইলে সরকার মাত্র ৩ বছর আগে তৈরি হওয়া কিশোরভারতীর নাম প্রস্তাব করে। তবে শোনা যাচ্ছে স্টেডিয়ামের পরিকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।‌

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, 'বাংলার ক্রীড়াপ্রেমী ও ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। কলকাতায় লা লিগা ফুটবল অ্যাকাডেমি কিশোরভারতীতে হলে বড় সুযোগ তৈরি হবে। এই অ্যাকাডেমি থেকে প্রতিভা উঠে এসে যাতে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেটাই উদ্দেশ্য।'

মমতা ব্যানার্জি
রাজ্যে অ্যাকাডেমি গড়বে লা লিগা! বিশ্বের অন্যতম সেরা লিগের সাথে মউ স্বাক্ষর বাংলার
মমতা ব্যানার্জি
Cricket World Cup 2023: 'বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর প্রতিপক্ষ' - ভারতকে হারিয়েই হুঁশিয়ারি সাকিবের!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in