রাজ্যে অ্যাকাডেমি গড়বে লা লিগা! বিশ্বের অন্যতম সেরা লিগের সাথে মউ স্বাক্ষর বাংলার

People's Reporter: মুখ্যমন্ত্রী জেভিয়ার তেবাসকে বলেন, 'একবার এসে দেখুন বাংলার ফুটবল ম্যানিয়া কোন মাত্রায়। ফুটবলের জন্য বাংলায় যে উন্মাদনা আপনি দেখতে পাবেন, তার কোনও তুলনা হয় না।'
রাজ্যে অ্যাকাডেমি করবে লা লিগা
রাজ্যে অ্যাকাডেমি করবে লা লিগাছবি - AITC-র ফেসবুক পেজ
Published on

বাংলার ফুটবলের মানোন্নয়নের জন্য বৃহস্পতিবার লা লিগা প্রেসিডেন্ট জেভিয়ার তেবাসের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য ও লা লিগার মধ্যে একাধিক মৌ স্বাক্ষরও হয়েছে বলে জানা গেছে।

সূত্র মারফত জানা গেছে বৈঠকে মুখ্যমন্ত্রী লা লিগা প্রেসিডেন্ট জেভিয়ার তেবাসকে বাঙালিদের ফুটবল প্রেমের কথা উল্লেখ করে বলেন, "একবার এসে দেখুন বাংলার ফুটবল ম্যানিয়া কোন মাত্রায়। ফুটবলের জন্য বাংলায় যে উন্মাদনা আপনি দেখতে পাবেন, তার কোনও তুলনা হয় না।" লা লিগা সভাপতি পাল্টা বলেন "আমার মনে কোনও সন্দেহ নেই যে বাংলা ফুটবলের 'ট্যালেন্ট ফ্য়াক্টরি' এবং ভারতকে কয়েকজন সেরা ফুটবলার উপহার দিয়েছে।"

বৃহস্পতিবার ঠিক হয় রাজ্যের ফুটবলের উন্নতির জন্য লা লিগা রাজ্যে একটি অ্যাকাডেমি তৈরি করবে। রাজ্য সরকারের সঙ্গে লা লিগার একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মমতা ব্যানার্জি বলেন, "ভারত তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য একটি অ্যাকাডেমি গড়তে চায় লা লিগা। এর জন্য রাজ্য সরকার জমির ব্যবস্থা করবে।খুব দ্রুত লা লিগার কর্তারা কলকাতায় আসবেন। তখনই এই অ্যাকাডেমি তৈরির জায়গা সহ অন্যান্য খুঁটিনাটি চূড়ান্ত করা হবে"।

বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, "শুধু বাংলা নয়, গোটা ভারতের ফুটবলপ্রেমীদের কাছে এটি বিরাট প্রাপ্তি।" স্প্যানিশ ফুটবল কলকাতার বুকে আলাদা দৃষ্টান্ত গড়তে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

লা লিগা সভাপতি তেবাস বলেন, সারা ভারতের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি ফুটবল সমর্থক আছেন। আমরা (লা লিগা) রাজ্যের ফুটবলের উন্নতিতে কাজ করতে চাই। সেই লক্ষ্যেই মউ স্বাক্ষর করা হয়েছে।

রাজ্যে অ্যাকাডেমি করবে লা লিগা
পুজোর মধ্যে ISL-র ম্যাচ করানো সম্ভব নয়, সাফ জানালেন ক্রীড়ামন্ত্রী, বদলে যাবে কি ডার্বির দিন?
রাজ্যে অ্যাকাডেমি করবে লা লিগা
CFL: মিনি ডার্বি ড্র করেই সুপার সিক্সে মোহনবাগান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in