Cricket World Cup 2023: 'বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর প্রতিপক্ষ' - ভারতকে হারিয়েই হুঁশিয়ারি সাকিবের!

People's Reporter: বিশ্বকাপের আগে ভারতকে হারানো বাড়তি অক্সিজেন হিসেবেই দেখছে লিটনরা। সাকিব বলেন, 'আমার মনে হয় বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর প্রতিপক্ষ হবো অন্যদলের কাছে'।
সাকিব আল হাসান
সাকিব আল হাসানছবি - সাকিবের ফেসবুক পেজ

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে হারিয়েই অন্যান্য দলগুলিকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন 'বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর প্রতিপক্ষ'।

একটা ম্যাচই যেন সমগ্র বাংলাদেশ দলটার চিত্রটা বদলে দিল। শুক্রবার ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। যদিও ফাইনালে উঠতে পারেনি সাকিবরা। কিন্তু বিশ্বকাপের আগে ভারতকে হারানো বাড়তি অক্সিজেন হিসেবেই দেখছে লিটনরা। সাকিব বলেন, 'আমার মনে হয় বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর প্রতিপক্ষ হবো অন্যদলের কাছে'।

তিনি আরও বলেন, 'অনেক প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যাঁরা বেশি ম্যাচ খেলেননি। শেষ কয়েকটা ম্যাচ খেলে মনে হয়েছিল স্পিনাররা ভালো পারফর্ম করবে। ভারতের বিরুদ্ধে আমি তাড়াতাড়ি নামি এবং মাঠে অনেকটা সময় থাকি। সত্যিই একতা চ্যালেঞ্জিং উইকেট ছিল। প্রথমে অসুবিধা হচ্ছিল কিন্তু সময় যাওয়ার সাথে সাথে খেলতে সুবিধা হচ্ছিল'।

পাশাপাশি বাংলাদেশ অধিনায়ক জানান, মেহেদি হাসানের পক্ষেও বল করা সহজ ছিল না। কিন্তু সে বল করলো এবং আমাদের উইকেট দিল। ২টো উইকেট নিয়েছে সে। প্রথমে তো রাহুলকে আউট করেই ছিল। কিন্তু পরে শুবমন গিলকে যখন আউট করাই যাচ্ছিল না সেই সময় মেহেদির অসাধারণ বোলিং-র জন্য ম্যাচ জিততে পেরেছি। এছাড়া তানজিম শুরুতে ভালো বল করেছ। অনেকে আহত হয়েছে, অনেকে দলের বাইরে গেছে আবার অনেকে দলে এসেছে। খুব ভালো খেলা হয়েছে এবং ছেলেদের মধ্যে হার না মানার একটা জেদ কাজ করছিল। ফলে এইভাবে খেলতে থাকলে আমরা বিশ্বকাপে ভয়ঙ্কর হয়ে উঠবো।

সাকিব আল হাসান
Davis Cup: ২১ বছরের যাত্রা শেষ রবিবার! ডেভিস কাপ থেকে অবসর নিচ্ছেন রোহন বোপান্না
সাকিব আল হাসান
Mohun Bagan: ১৮৮৯ এবং ১৯১১, দুই সালকে স্মরণ করতে ঐতিহাসিক পদক্ষেপ মোহনবাগানের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in