CAFA Nations Cup 2025: কাফা নেশনস কাপের জন্য ভারতীয় দল ঘোষিত, খালিদের দলে নেই কোনও বাঙালি ফুটবলার

People's Reporter: ভারতীয় দলের কোচ হিসেবে জামিলের প্রথম পরীক্ষা এই কাফা কাপ। এই টুর্নামেন্টে নেই কোনও বাঙালি ফুটবলার। বাঙালীদের কাছে যা লজ্জার, কারণ আগে ভারতীয় দলে ৭-৮ জন বাঙালি ফুটবলার খেলতেন।
কাফা নেশনস কাপের জন্য দল ঘোষণা করলেন খালিদ জামিল
কাফা নেশনস কাপের জন্য দল ঘোষণা করলেন খালিদ জামিল ছবি সংগৃহীত
Published on

সত্যিই বাংলার ফুটবল ভারতীয় ফুটবল থেকে মুছে যাচ্ছে। ২৯ অগাস্ট থেকে নেশনস কাপ টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ভারত। যেখানে তারা ‘বি’ গ্রুপে রয়েছে আয়োজক তাজিকিস্তান, গতবারের চ্যাম্পিয়ন ইরান ও আফগানিস্তানের সঙ্গে।

গত ১৩ বছরে এই প্রথম কোনও ভারতীয় কোচকে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয়েছে। স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ এই দায়িত্ব ছেড়ে দেওয়ার পর জাতীয় কোচের পদের জন্য আবেদন করার বিজ্ঞপ্তি দিয়েছিল ফেডারেশন। দেশ, বিদেশ থেকে বহু আবেদনের মধ্যে থেকে অবশেষে খালিদ জামিলকে কোচ হিসেবে বেছে নেওয়া হয়। ভারতীয় দলের কোচ হিসেবে জামিলের প্রথম পরীক্ষা এই কাফা নেশনস কাপ। আর এই টুর্নামেন্টে নেই কোন বাঙালি ফুটবলার। বাঙালীদের কাছে যা লজ্জার, কারণ আগে ভারতীয় দলে ৭-৮ জন বাঙালি ফুটবলার খেলতেন।

মেন্টের ফরম্যাট অনুযায়ী প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। দুই গ্রুপের সেরা দলগুলি তাশখন্দে ফাইনালে মুখোমুখি হবে ৮ সেপ্টেম্বর। ওই দিনই গ্রুপ রানার্সরা মুখোমুখি হবে তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচে, দুশানবে-তে।

কাফার সদস্য সংখ্যা ছয়। তাই তারা দু’টি দেশকে আমন্ত্রিত হিসেবে এই টুর্নামেন্টে নিয়ে যাচ্ছে। ভারত ছাড়াও আর এক আমন্ত্রিত দল ওমান। এই নিয়ে দ্বিতীয়বার হচ্ছে এই কাফা নেশনস কাপ। ২০২৩-এ প্রথমবার চ্যাম্পিয়ন হয় ইরান। ফাইনালে উজবেকিস্তানকে ১-০ গোলে হারায় তারা।

যে ২৩ জনকে নিয়ে কাফা নেশনস কাপে রওনা হবেন খালিদ জামিল:

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, হৃত্বিক তিওয়ারি

ডিফেন্ডার: রাহুল ভেকে, নাওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গন, চিঙলেনসানা সিং, মিথানমাওইয়া রালতে, মহম্মদ উভয়েস

মিডফিল্ডার: নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম, দানিশ ফারুক ভাট, জিকসন সিং, বরিস সিং, আশিক কুরুনিয়ান, উদান্ত সিং, নাওরেম মহেশ সিং

ফরোয়ার্ড: ইরফান ইয়াডওয়াড, মনবীর সিং (জুনিয়র), জিথিন এম এস, লালিয়ানজুয়ালা ছাঙতে, বিক্রম প্রতাপ সিং।

কাফা নেশনস কাপ ২০২৫ গ্রুপ

গ্রুপ এ: উজবেকিস্তান (আয়োজক), কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, ওমান।

গ্রুপ বি: তাজিকিস্তান (আয়োজক), ইরান, আফগানিস্তান, ভারত।

ভারতের ম্যাচ সূচি:

২৯ আগস্ট: তাজিকিস্তান বনাম ভারত (রাত ৯.০০, ভারতীয় সময়)

১ সেপ্টেম্বর: ভারত বনাম ইরান (বিকেল ৫.৩০)

৪ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম ভারত (বিকেল ৫.৩০)

সব ম্যাচ তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে হবে।

কাফা নেশনস কাপের জন্য দল ঘোষণা করলেন খালিদ জামিল
Durand Cup Final: হাফডজন গোল হজম ডায়মন্ড হারবারের, পরপর ২ বার ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট
কাফা নেশনস কাপের জন্য দল ঘোষণা করলেন খালিদ জামিল
CAFA Nations Cup 2025: মধ্য এশিয়ার লড়াইয়ে কঠিন গ্রুপে ভারত, কবে থেকে শুরু কাফা নেশন্স কাপ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in