Durand Cup Final: হাফডজন গোল হজম ডায়মন্ড হারবারের, পরপর ২ বার ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট

People's Reporter: কলকাতার বুকে ডায়মন্ডকে ৬-১ গোলের মালা পরিয়ে এই নিয়ে পরপর ২ বার ডুরান্ড ঘরে তুলল নর্থ ইস্ট ইউনাইটেড।
ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট
ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্টছবি সংগৃহীত
Published on

‘বাংলার সম্মান রক্ষা ডায়মন্ড হারবারের হাতে’, ‘অভিষেকেই বাজিমাত’ - এমন ধরনের স্লোগান। গ্যালারি জুড়ে এমন স্লোগান সহ পতাকা লাগানো। গ্যালারিতে টিফোতে আবার লেখা - ইস্ট-মোহন ভুলে যাও/ বাংলায় রাজত্ব করবে ডায়মন্ড হারবার এফসি। গ্যালারি ভরাতে বাস ভর্তি করে লোক আনা - সব উপকরণই ১৩৪ তম ডুরান্ড কাপ ফাইনাল প্রথমবার খেলতে নেমে মজুত রেখেছিল ডায়মন্ড হারবার এফসি। কিন্তু স্বপ্ন আর বাস্তবে তো অনেক তফাৎ। যতটা তফাৎ আইএসএলের প্রথম সারির ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড আর প্রথমবার আই লিগে কোয়ালিফাই করা ডায়মন্ডহারবার এফসির। সেই ফারাকটাই চোখে পড়লো শনিবারের ফাইনালে। কলকাতার বুকে ডায়মন্ডকে ৬-১ গোলের মালা পরিয়ে এই নিয়ে পরপর ২ বার ডুরান্ড ঘরে তুলল নর্থ ইস্ট ইউনাইটেড।

যদিও এই ম্যাচের শুরু থেকেই দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। কিন্তু, অভিজ্ঞতার অভাবে সেই আক্রমণ কিছুতেই দানা বাঁধছিল না। এরই মধ্যে চার মিনিটে গোলের সুযোগ তৈরি হয়ে গিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেডের সামনে। মরোক্কোর স্ট্রাইকার আলাদিন আজারাইয়ের নেওয়া দূরপাল্লার শট বিপজ্জনক হয়ে উঠেছিল ডায়মন্ডের জন্য‌। তেকাঠির নীচে দাঁড়িয়ে বুকে বল লাগিয়ে সেভ দেন মিরশাদ। কিন্তু বল বেরিয়ে যায় নাগালের বাইরে। কিন্তু সেই ফিরতি বল পেয়ে গোলমুখী শট নেন পার্থিব গগৈই। সেই বল ফের বাঁচিয়ে দলকে পিছিয়ে পড়া থেকে বাঁচান ফের ডায়মন্ডের গোলকিপার মিরশাদ।

৩০ মিনিটে অবশেষে এল নর্থ ইস্ট দলের কাঙ্খিত গোল। গোল করে নর্থ ইস্টকে ১-০ গোলে এগিয়ে দেন আসীর আখতার। ৩০ মিনিটে নর্থ ইস্টের হয়ে কর্নার নেন গাইতান। সেই বল পান আলাদিন আজারাই। বক্সের ভিতরে ডান দিকে পাস দেন তিনি। সেই বল ধরে সামতে শট নিলেও সেভ করেন মিরশাদ। কিন্তু বল ধরে রাখতে পারেননি মিরশাদ। ডায়মন্ড হারবারের রক্ষণের ভুলে বল পেয়ে গোল লাইনের সামনে দাঁড়িয়ে থাকা আসীর আখতার শট নিয়ে ডায়মন্ডের জালে বল জড়িয়ে নর্থ ইস্টকে এগিয়ে দেন।

৪৩ মিনিটে অঘটন ঘটানোর সুযোগ এসেছিল ডায়মন্ডের সামনে। রবিলাল মান্ডীর ফ্রিক কিক, সেই বল ধরে সেন্টার নেন স্যামুয়েল। বাঁদিকে বক্সের ভিতরে হেড নেন মিকেল কোর্তাজা। কিন্তু বল যায় বাইরে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন পার্থিব গগৈই। মাঝমাঠ থেকে আলাদিনের বাড়ানো বল পেয়ে, বাঁ দিক থেকে দৌড়ে আসতে থাকেন পার্থিব‌। বক্সের ভিতর থেকে নেওয়া শট মিরশাদকে চিরে জালে জড়ায়। প্রথমার্ধ শেষ হয়ে যায় ২-০ ব্যবধানে।

সেকেন্ড হাফে ৫০ মিনিটে মাঝমাঠ থেকে বল পান আলাদিন আজ়ারি। প্রচন্ড গতিতে বিপক্ষের বক্সে ঢুকে ডান পায়ের ইনস্টেপে বল বাড়ান থই সিংকে। আর তিনি ফাঁকায় বল ঠেললে গোল হয়ে যায়। ৬১ মিনিটে নর্থ ইস্ট দলের আলাদিন গোল মিস করেন।

৬৮ মিনিটে গোল শোধ করে ডায়মন্ড হারবার। কর্নার থেকে বল পেয়ে লুকা মায়েসেন গোল করেন।

এরপর আবার ৮১ মিনিটে নর্থ ইস্টের হয়ে জাইরো বুস্তারা গোল করে ব্যবধান বাড়ালেন। ফ্রি কিক থেকে গোলকিপার বল ক্লিয়ার করতে পারেননি। সেটা যায় জাইরো বুস্তারার কাছে, তিনি সহজেই গোল করেন।

৮৬ মিনিটে পঞ্চম গোল দেয় নর্থ ইস্ট। আলাদিন উইং থেকে সেন্টার বাড়ান আন্দ্রে রদ্রিগেজকে। মিরশাদ দাঁড়িয়ে দেখলেন আর আন্দ্রে সহজেই গোল করেন।

৯৩ মিনিটে আলাদিনের শট লাগে পোস্টে। ফিরতি বলে শট নেওয়ার সময়ে ফাউল করেন ডায়মন্ড হারবারের প্লেয়ার। পেনাল্টি পায় নর্থইস্ট। সেখান থেকে আলাদিন গোল করতে ভুল করেননি।

মাঠে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ডায়মন্ড হারবারের ভরাডুবিতে বিষাদের সুর যুবভারতীতে। যদিও নতুন করে স্বপ্ন দেখার অঙ্গীকার ডায়মন্ডহারবারের।

ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট
Lionel Messi: সফর চূড়ান্ত - নভেম্বরে কেরালায় বন্ধুত্বপূর্ণ ম্যাচে অংশ নেবেন লিওনেল মেসি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in