Lionel Messi: সফর চূড়ান্ত - নভেম্বরে কেরালায় বন্ধুত্বপূর্ণ ম্যাচে অংশ নেবেন লিওনেল মেসি

People's Reporter: প্রীতি ম্যাচ ছাড়াও সমর্থকদের সঙ্গে আর্জেন্টিনা দল এক মিটিং-ও করবে। এই মিটিং হতে পারে কোঝিকোড় অথবা মালাপ্পুরমে। চুক্তি অনুসারে এই বৈঠকের সময় নির্ধারিত হয়েছে ৪৫ মিনিট।
লিওনেল মেসি
লিওনেল মেসিফাইল ছবি - আর্জেন্টিনার জাতীয় দলের ফেসবুক পেজ
Published on

দীর্ঘ প্রতীক্ষা, উৎকণ্ঠার পর অবশেষে ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল জানিয়েছে লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বে আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারত সফরে তারা একটি প্রীতি ম্যাচ খেলতে আসছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন-এর (AFA) পক্ষ থেকে গত শনিবার একথা জানানো হয়েছে। এর আগে ২০১১ সালে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দল ভেনেজুয়েলার বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশ নেয়।

জানা গেছে, কেরালার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। তবে এই প্রীতি ম্যাচে মেসি যে অবশ্যই খেলবেন তা জানিয়েছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিম। যদিও এখনও পর্যন্ত এই ম্যাচের তারিখ চূড়ান্ত হয়নি।

সূত্র অনুসারে, মেসি ও আর্জেন্টিনা (Argentina) দল কেরালায় একটি ম্যাচ খেলার জন্য ১৩০ কোটি টাকা নেবে। ম্যাচের আগেই এই পুরো অর্থ মিটিয়ে দিতে হয় এবং নিয়ম মেনেই ইতিমধ্যেই এই টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিরতিতে কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার জন্য সবথেকে বেশি অর্থ দাবি করে আর্জেন্টিনা ফুটবল দল।

দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে, এই বন্ধুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী হিসেবে অস্ট্রেলিয়া, সৌদি আরব অথবা কাতারের কথা ভাবা হচ্ছে। এই ম্যাচের আয়োজক রিপোর্টারস ব্রডকাস্টিং কোম্পানির পক্ষ থেকে এক প্রতিনিধি জানিয়েছেন, তারা আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের কথাও ভেবেছেন। সবকিছুই আলোচনার স্তরে আছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী ঠিক করে ফেলা হবে।

যদিও অন্য একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, আর্জেন্টিনা ফিফা ক্রম তালিকায় ৫০-এর মধ্যে আছে এরকম দেশের সঙ্গেই প্রীতি ম্যাচ খেলতে চায়। এক্ষেত্রে তারা তাদের সম্ভাব্য প্রতিপক্ষের নামের তালিকা পাঠানোর অনুরোধ জানিয়েছে এবং সেই তালিকা থেকে আর্জেন্টিনা বেছে নেবে তাদের প্রতিপক্ষ।

এই প্রীতি ম্যাচ ছাড়াও সমর্থকদের সঙ্গে আর্জেন্টিনা দল এক মিটিং-ও করবে। এই মিটিং হতে পারে কোঝিকোড় অথবা মালাপ্পুরমে। চুক্তি অনুসারে এই বৈঠকের সময় নির্ধারিত হয়েছে ৪৫ মিনিট। যে বৈঠকে পুরো আর্জেন্টিনা দল উপস্থিত থাকবে।

রিপোর্টারস ব্রডকাস্টিং কোম্পানির প্রতিনিধি সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই প্রীতি ম্যাচের জন্য মোট খরচ দাঁড়াবে প্রায় ৪০০ কোটি টাকা।

লিওনেল মেসি
Lionel Messi: বাতিল মেসির কেরালা সফর! কলকাতায় আসবেন তো?
লিওনেল মেসি
Lionel Messi: ফের কলকাতায় ফুটবলের 'রাজপুত্র'! কবে আসবেন লিওনেল মেসি?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in