

কেরালা সফরে যাচ্ছেন না মেসি ও আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন ফুটবল দল। এই সফর বাতিলের খবর নিশ্চিত করেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে কেরালাতে যাওয়ার কথা ছিল এল এম টেনের।
মেসি-ভক্তদের বহু বছরের স্বপ্নে জল ঢেলে দিল এই সিদ্ধান্ত। বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তিকে ঘরের মাঠে সরাসরি খেলতে দেখতে পাওয়ার আশা করছিলেন কেরালাবাসী। তবে তা হচ্ছে না।
এই বছরের শেষের দিকে কলকাতা, কেরালা এবং মুম্বই সফরে আসার কথা ছিল মেসি ও আজের্ন্টাইন দলের। কেরালা সফর বাতিল হলেও কলকাতা ও মুম্বই সফরে আসা নিয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। আশা করা হচ্ছে ডিসেম্বরেই কলকাতায় পা রাখতে চলেছেন লিও।
এর আগে কেরালার ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন, অক্টোবরে বা নভেম্বরে আর্জেন্টিনা দল কেরালায সফরে আসবে এবং সরকার তাদের রাজ্য অতিথি হিসেবে সব ধরণের নিরাপত্তা, আবাসন ও অন্যান্য সুবিধা প্রদান করবে। এমনকি আয়োজক সংস্থা ম্যাচ ফি-ও আগেই পরিশোধ করেছে বলে জানান তিনি।
কিন্তু সোমবার মন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, “বিদেশি দল জানিয়েছে তারা অক্টোবর মাসে সফরে আসতে পারবে না। অন্যদিকে স্পনসর সংস্থার সাফ কথা, তারা শুধু অক্টোবর মাসেই সফর আয়োজন করতে আগ্রহী।”
এই ঘোষণার ফলে দেশজুড়ে বিশেষত কেরালায় ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা নেমে এসেছে। অনেকেই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন মাঠে বসে তাঁদের প্রিয় তারকাকে দেখার আশায়। যদিও ভবিষ্যতে মেসির ভারত সফরের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। আপাতত কেরালায় তাঁকে সরাসরি খেলার মাঠে দেখার স্বপ্ন আরও পিছিয়ে গেল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন