ENG vs IND Test: ওভালে বিশ্বরেকর্ড জো রুটের! প্রথম ব্যাটার হিসেবে WTC-তে ৬০০০ রান ইংল্যান্ড তারকার

People's Reporter: চতুর্থ দিনে হ্যারি ব্রুকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় রুট তাঁর ৬৯তম ডব্লিউটিসি টেস্টে এই নজির গড়েন।
সেঞ্চুরির পর জো রুট
সেঞ্চুরির পর জো রুটছবি - আইসিসির এক্স হ্যান্ডেল
Published on

ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলেন। এই টুর্নামেন্টে ৫০০০ রানের পর ৬০০০ রান পূরণ করা প্রথম ক্রিকেটার হলেন তিনি।

চতুর্থ দিনে হ্যারি ব্রুকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় রুট তাঁর ৬৯তম ডব্লিউটিসি টেস্টে এই নজির গড়েন। ২০টি সেঞ্চুরি ও ২২টি অর্ধ-শতরানের সুবাদে তাঁর গড় দাঁড়িয়েছে ৫২-এরও বেশি, যা ডব্লিউটিসি ইতিহাসে সর্বাধিক। তাঁর পরেই রয়েছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস এবং ট্রাভিস হেড।

এই সিরিজেই ম্যানচেস্টারে রুট টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিংকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ওভালে আরও এক নজির গড়ে, তিনি ৩৯তম টেস্ট শতরান করে কুমার সাঙ্গাকারার রেকর্ডের তালিকায় উঠে এসেছেন তৃতীয় স্থানে।

শুধু ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়েও দাপট দেখিয়েছেন তিনি। চলতি সিরিজে রুট আউটফিল্ড খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডও গড়েছেন।

ইংল্যান্ড বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে। হেডিংলি এবং লর্ডসে জয়লাভের পর, ওভালে ভারতের বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করতে নেমে রুটের ব্যাটিং ইংল্যান্ডকে আবারও জয়ের স্বপ্ন দেখাচ্ছে। যদিও চতুর্থ দিনের শেষে তিনি আউট হয়ে যান।

শেষ টেস্ট জেতার জন্য ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৩৫ রান। আর ক্রিস ওকস ব্যাটিং না করলে ভারতের জেতার জন্য দরকার ৩ উইকেট। সোমবারের এই রুদ্ধশ্বাস লড়াইয়ের দিকে এখন তাকিয়ে রয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। ভারত কি সিরিজে সমতা ফেরাতে পারবে, নাকি ইংল্যান্ড ঘরের মাঠে শেষ হাসি হাসবে – সেই উত্তরের জন্য অপেক্ষা মাত্র কিছু সময়ের।

সেঞ্চুরির পর জো রুট
ENG vs IND Test: 'আমরা জিততে পারি' - ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ড্র করতে এখনও আশাবাদী ভারত!
সেঞ্চুরির পর জো রুট
ENG vs IND Test: আন্তর্জাতিক ক্রিকেটে ২০০-র বেশি উইকেটের মালিক সিরাজ! টপকালেন কিংবদন্তি তেন্ডুলকরকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in