ENG vs IND Test: আন্তর্জাতিক ক্রিকেটে ২০০-র বেশি উইকেটের মালিক সিরাজ! টপকালেন কিংবদন্তি তেন্ডুলকরকে

People's Reporter: এই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে মহাম্মদ সিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে ২০৩টি উইকেটের মালিক হন। শচীন তেন্ডুলকর তাঁর কেরিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১ উইকেট নিয়েছিলেন।
মহম্মদ সিরাজ
মহম্মদ সিরাজছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ওভালের মাটিতে ভারতের কিংবদন্তি শচীন তেন্ডুলকরে টপকে গেলেন মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০৩ উইকেটের মালিক হলেন তিনি। শচীনের রয়েছে ২০১ উইকেট।

পঞ্চম তথা শেষ টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন পেসার মহম্মদ সিরাজ। গাস অ্যাটকিনসনের পাঁচ উইকেটে ভারত ২২৪ রানে অলআউট হওয়ার পর, সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার দাপটে ইংল্যান্ডও বেশি দূর এগোতে পারেনি। ২৪৭ রানে অল আউট হন রুটরা। ফলে প্রথম ইনিংসে মাত্র ২৩ রানের লিড পায় স্বাগতিকরা।

এই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে মহাম্মদ সিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে ২০৩টি উইকেটের মালিক হন। ফলে তিনি টপকে গেলেন ব্যাটিং কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে। তিনি তাঁর কেরিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১ উইকেট নিয়েছিলেন।

সিরাজের শিকারদের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ব্যাটাররা। অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক এবং জেমি স্মিথকে ফেরান তিনি। ইংল্যান্ডে এটি সিরাজের ষষ্ঠবার চার উইকেট শিকার। যার ফলে তিনি জসপ্রীত বুমরাহর পাঁচবারের রেকর্ডকে ছাড়িয়ে যান। এছাড়া চলতি সিরিজের সর্বাধিক উইকেটের মালিকও হলেন তিনি। এখনও পর্যন্ত সিরাজ ১৮টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বেন স্টোকস। তিনি ১৭টি উইকেট নিয়েছেন।

বাজবল ছন্দেই ইনিংস শুরু করেছিল ইংল্যান্ড। ক্রাউলি ৬৪ এবং বেন ডাকেট ৪৩ রান করেন। ওপেনিং জুটিতে আসে ৯২ রানের পার্টনারশিপ। কিন্তু এরপরই কৃষ্ণা (৪/৬২) ও সিরাজ (৪/৮৩)-এর জোড়া আঘাতে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। হ্যারি ব্রুক ৫৩ রান করলেও ইংল্যান্ডকে বড় লিড এনে দিতে পারেননি।

দিনের খেলা শেষে, ভারত দ্বিতীয় ইনিংসে ৭৫/২ স্কোর করে ৫২ রানের লিডে রয়েছে। ওপেনার যশস্বী জয়সওয়াল ৫১ রানে অপরাজিত রয়েছেন, সঙ্গী নাইট-ওয়াচম্যান আকাশ দীপ ৪ রানে আছেন।

মহম্মদ সিরাজ
ENG vs IND Test: বুমরাহকে বাদ দেওয়া 'সঠিক' সিদ্ধান্ত! কোন যুক্তিতে এমন দাবি ভারতের সহকারী কোচের?
মহম্মদ সিরাজ
AIFF: জল্পনার অবসান, ভারতের নতুন কোচ হিসেবে খালিদকেই বেছে নিল ফেডারেশন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in