
ভারতীয় পুরুষ ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হলেন খালিদ জামিল। তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ সম্পর্কিত তথ্য জানা না গেলেও আগামী ১ বছর তিনি এই দায়িত্বে থাকবেন বলেই খবর। শুক্রবারই আনুষ্ঠানিকভাবে খালিদের কোচ হওয়ার কথা জানায় ফেডারেশন।
মানোলো মার্কেজ সরে যাওয়ার পরে ভারতের নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। হাবাস সহ অনেক বড়ো মুখই সেখানে আবেদন করেন। দিন সাতেক আগেই ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারতীয় দলের কোচ হতে চেয়ে ১৭০টি আবেদন জমা পড়েছিল। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি সেগুলি খতিয়ে দেখে তিনজনের নাম চূড়ান্ত করেছে। সেই তিনজনের মধ্যে ছিলেন খালিদ জামিল, স্টিফেন কনস্ট্যান্টাইন এবং তারকোভিচ।
এই তিনজনের মধ্যে একজনকে কোচ হিসাবে বেছে নেবে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি। সেই অনুযায়ী খালিদেই ভরসা রাখলো ফেডারেশন।
ফেডারেশন জানিয়েছে, "AIFF কার্যনির্বাহী কমিটি, টেকনিক্যাল কমিটির উপস্থিতিতে খালিদ জামিলকে ভারতের পুরুষ জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে"।
দীর্ঘদিন পরে একজন ভারতীয় কোচ পেলো টিম ইন্ডিয়া। মুম্বই এফসি, আইজলকে আই লিগ জেতানো ছাড়া আইএসএলে জামশেদপুর এফসির মত লো বাজেটের দলকে আইএসএলে সাফল্য দেন খালিদ। কোচিং করেন দেশের দুই ঐতিহ্যবাহী শীর্ষস্থানীয় ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানেও। ভারতের এখন ফিফা রাঙ্কিং ১৩১। আপাতত প্রথম ১০০ তে দলকে আনা চ্যালেঞ্জ জামিলের কাছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন