
চলতি ইংল্যান্ড সিরিজ হারলে গৌতম গম্ভীরের ভারতীয় কোচের পদে থাকা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যা নিয়ে একপ্রকার চাপেই আছেন ভারতের হেড কোচ। এমনটাই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন।
আথারটন মনে করিয়ে দেন, ভারত সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে এবং বিদেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছে। এই ধারাবাহিক ব্যর্থতা যদি অব্যাহত থাকে, তাহলে গম্ভীরকে চরম চাপের মুখে পড়তে হতে পারে।
আথারটন স্কাই স্পোর্টসকে বলেন, "তারা টানা দুটি সিরিজ হেরেছে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে। যদি তারা এই সিরিজও হারে, তাহলে হ্যাঁ, কোচ হিসেবে গম্ভীর চাপের মধ্যে থাকবেন।"
তিনি আরও বলেন, "ভারতের হাতে বিপুল সম্পদ ও জনসংখ্যার শক্তি থাকা সত্ত্বেও, সমর্থকরা সহজে ধৈর্য ধরেন না। তাঁদের প্রত্যাশা থাকে যে ভারত প্রতিটি ম্যাচেই জিতবে। সেই কারণে টানা তিনটি টেস্ট সিরিজ হার গম্ভীরের পক্ষে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।"
উল্লেখ্য, চলতি ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। লিডসে প্রথম টেস্টে ইংল্যান্ড ৫ উইকেটে জয়লাভ করে। দ্বিতীয় টেস্টে বার্মিংহামে ভারত রেকর্ড জয়ে সিরিজে সমতা ফেরায়। এরপর লর্ডসে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ড ২২ রানে জয় পায়। চতুর্থ টেস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ড জয়ের দোরগোড়ায় থাকলেও, ভারত ঐতিহাসিকভাবে ম্যাচ ড্র করে সিরিজে টিকে থাকে।
ওভালে সিরিজে নির্ণায়ক টেস্টে টসে জিতে প্রথমে বোলিং নিয়েছে ইংল্যান্ড। ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। ২ রানে আউট হন যশস্বী জয়সওয়াল। ১৪ রানে ফিরতে হয়েছে কে এল রাহুলকে। ২১ রানে আউট হলেন অধিনায়ক শুভমন। প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ৩ উইকেটের বিনিময়ে ৮৫। ২৮ রানে অপরাজিত আছেন সাই সুদর্শন। এছাড়াও শূন্য রানে অপরাজিত করুণ নায়ার। বৃষ্টির জন্য খেলা বন্ধ আছে এই মুহূর্তে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন