ENG vs IND Test: লাগাতার ৫ টস হার গিলের, শুরুতেই আউট জয়সওয়াল! বাদ বুমরাহ, ব্রাত্যই থাকলেন কুলদীপ

People's Reporter: টসে জিতে প্রথমে বল করছে ইংল্যান্ড। ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে ধ্রুব জুরেল যে খেলবে তা আগে থেকেই নির্দিষ্ট ছিল।
পঞ্চম টেস্টেও সুযোগ পেলেন না কুলদীপ যাদব
পঞ্চম টেস্টেও সুযোগ পেলেন না কুলদীপ যাদবছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

অধিনায়ক হিসেবে লাগাতার ৫ টেস্ট ম্যাচে টস হারলেন শুবমন গিল। পঞ্চম টেস্টে বাদ পড়লেন জসপ্রীত বুমরাহ। দলে ফেরানো হয়েছে করুন নায়ারকে। ফের একবার দলে রাখা হল না তারকা স্পিনার কুলদীপ যাদবকে। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

টসে জিতে প্রথমে বল করছে ইংল্যান্ড। ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে ধ্রুব জুরেল যে খেলবে তা আগে থেকেই নির্দিষ্ট ছিল। জসপ্রীত বুমরাহর বদলে দলে নেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে। পিচে ঘাস থাকার কারণেই তাঁর অন্তর্ভুক্তি বলে জানা যাচ্ছে।

বাদ পড়েছেন ম্যানচেস্টার টেস্টে অভিষেক হওয়া অংশুল কম্বোজও। তাঁর বদলি হিসেবে দলে এলেন আকাশ দীপ। তবে কুলদীপকে নেওয়া হয়নি। একাধিক প্রাক্তন ক্রিকেটাররা দলে কুলদীপকে রাখার দাবি জানিয়েছিলেন।

টস হেরে শুবমন বলেন, আমরা প্রথম ইনিংসে ভালো রান করার চেষ্টা করব। বোলারদের জন্য ভালো পিচ মনে হচ্ছে। গতকাল একটু চিন্তিত ছিলাম। কারণ আকাশ মেঘলা ছিল। আশা করি ছেলেরা তাদের সেরাটা দেবে।

অন্যদিকে, চলতি ম্যাচের ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ জানান, আমরা আমাদের অধিনায়ককে এই ম্যাচে পাচ্ছি না। তবে বাকিরা আছে। নতুন মুখও দলে রয়েছে। আমরা ড্র-র লক্ষ্যে নামছি না। আমরা চাই এই টেস্ট ম্যাচ জিততে।

উল্লেখ্য, প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ১ উইকেটের বিনিময়ে ১৮। ২ রানে আউট হন যশস্বী জয়সওয়াল। ৫ রানে অপরাজিত আছেন সাই সুদর্শন এবং ১০ রানে অপরাজিত কে এল রাহুল।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন এবং জশ টং।

ভারত একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুবমন গিল (অধিনায়ক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং মহম্মদ সিরাজ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in