ICC Women’s T20 World Cup 26: মহিলা টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের আয়োজক নেপাল! কবে থেকে শুরু?

Peoples Reporter: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে নেপালে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মোট ১০টি দল।
ICC Women’s T20 World Cup 26: মহিলা টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের আয়োজক নেপাল! কবে থেকে শুরু?
ছবি - আইসিসির এক্স হ্যান্ডেল
Published on

টি-২০ মহিলা বিশ্বকাপের বাছাইপর্বের চূড়ান্ত ভেন্যু ঘোষণা করল আইসিসি। ২০২৬ ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আয়োজক দেশ হচ্ছে নেপাল। আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হবে এশিয়ার এই দেশে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে নেপালে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মোট ১০টি দল, যারা ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হওয়া মূল আসরের জন্য লড়বে।

২০২৪ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুবাদে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ইতিমধ্যেই এই বাছাইপর্বে সরাসরি জায়গা করে নিয়েছে। এছাড়াও থাইল্যান্ড এবং নেপাল এশিয়া অঞ্চল থেকে এবং আমেরিকা আমেরিকা অঞ্চল থেকে যোগ্যতা অর্জন করেছে।

বাকি পাঁচটি স্থানের জন্য এখনো লড়াই বাকি। আফ্রিকা এবং ইউরোপ অঞ্চল থেকে দুটি করে এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একটি দল বাছাইপর্বে খেলবে। প্রতিটি অঞ্চল নিজস্ব আঞ্চলিক বাছাই প্রতিযোগিতা শেষে তাদের প্রতিনিধিদের চূড়ান্ত করবে।

নেপালে অনুষ্ঠিত হওয়া বাছাইপর্বে দুইটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। গ্রুপ পর্বের পর হবে সুপার সিক্স পর্ব এবং শেষে ফাইনাল। পূর্ণাঙ্গ ম্যাচসূচি আইসিসি যথাসময়ে প্রকাশ করবে।

এদিকে, মূল টুর্নামেন্ট অর্থাৎ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সময়সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১২ জুন থেকে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত। ১৪ দিন ধরে চলবে বিশ্বকাপ। এতে ৩৩টি ম্যাচ আয়োজন করা হবে সাতটি ভেন্যুতে। ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে, যা মহিলা ক্রিকেটের ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় হতে চলেছে।

ICC Women’s T20 World Cup 26: মহিলা টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের আয়োজক নেপাল! কবে থেকে শুরু?
English Channel: ১৩ ঘন্টা ৪৫ মিনিট ধরে সাঁতরে ইংলিশ চ্যানেল পার হলেন মেদিনীপুরের আফরিন!
ICC Women’s T20 World Cup 26: মহিলা টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের আয়োজক নেপাল! কবে থেকে শুরু?
CAFA Nations Cup 2025: মধ্য এশিয়ার লড়াইয়ে কঠিন গ্রুপে ভারত, কবে থেকে শুরু কাফা নেশন্স কাপ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in