ENG vs IND Test: বুমরাহকে বাদ দেওয়া 'সঠিক' সিদ্ধান্ত! কোন যুক্তিতে এমন দাবি ভারতের সহকারী কোচের?

People's Reporter: সহকারী কোচ বলেন, “সে তিনটি ম্যাচ খেলেছে। তার মধ্যে একটি ইনিংসে অনেক ওভার বল করেছে। ওভার সংখ্যা বিবেচনা করলে বোঝা যায়, তার ওপর যথেষ্ট শারীরিক চাপ পড়েছে”।
জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরাহছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)-র না থাকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই সিদ্ধান্ত সঠিক বলেই মনে করছেন দলের সহকারী কোচ রায়ান টেন ডোশেট।

ওভালে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে টেন ডোশেট বলেন, “বুমরাহকে ঘিরে বিষয়টি জটিল। আমরা অবশ্যই তাকে খেলাতে চাই। তবে শরীরের অবস্থাও ভাবতে হবে। এই সিরিজে সে তিনটি ম্যাচ খেলার জন্য নিজেকে উপলব্ধ রেখেছিল এবং আমরা সেই প্রতিশ্রুতিকে সম্মান করেছি”।

তিনি আরও বলেন, “সে তিনটি ম্যাচ খেলেছে। তার মধ্যে একটি ইনিংসে অনেক ওভার বল করেছে। ওভার সংখ্যা বিবেচনা করলে বোঝা যায়, তার ওপর যথেষ্ট শারীরিক চাপ পড়েছে”।

টেন ডোশেট ব্যাখ্যা করেন, “এই ধরনের সিদ্ধান্তে কোনও নির্দিষ্ট বিজ্ঞান নেই। আমরা দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দিয়েছিলাম, তখন অনেকেই অবাক হয়েছিল। কিন্তু ওভাল সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট হয়। আমরা মনে করেছিলাম, যদি টস জিতি তবে বল করব।"

বুমরাহের অনুপস্থিতিতেও ভারতের পারফরম্যান্স প্রশংসাযোগ্য। প্রথম দিনের শেষে ২০৪ রানে ৬ উইকেট হারিয়েছে ভারত। ব্যাট হাতে দলকে ভরসা দিচ্ছেন করুন। তাঁর সাথে আছেন ওয়াশিংটন সুন্দর।

করুণের প্রশংসা করে কোচ বলেন, “এই সফরে ওকে কঠিন পরিস্থিতিতে ফেলা হয়েছে। প্রথমে ৬ নম্বরে, এরপর ৩ নম্বরে খেলতে হয়েছে। ওর রিদম ও মানসিক শক্তি প্রশংসনীয়। দীর্ঘ অনুপস্থিতির পর ফিরে এসে এমন পারফরম্যান্স সহজ নয়”।

জসপ্রীত বুমরাহ
'আমার ছেলেকে সুযোগ দেওয়া হয় না' – BCCI-র বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ ওয়াশিংটন সুন্দরের বাবার
জসপ্রীত বুমরাহ
ENG vs IND Test: সিরিজ হারলেই চাপে পড়বেন গম্ভীর, যেতে পারে কোচের পদ! দাবি প্রাক্তন অধিনায়কের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in